পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Urvashi on Rishabh Pant Birthday: জন্মদিনে পন্থকে ফ্লাইং কিস ঊর্বশীর! ফের উত্তাল নেটপাড়া - urvashi rautelas birthday post for rishabh pant

ঋষভের জন্মদিনে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট একটি বার্থডে রিল শেয়ার করলেন ঊর্বশী রাউতেলা ৷ সরাসরি নাম না করলেও এই উইশ ঋষভকেই করা হয়েছে বলে মনে করছেন নেটিজেনরা(Urvashi Rautela on Rishabh Pant birthday ) ৷

Urvashi on Rishabh Pant Birthday
পন্থের জন্মদিনে ফ্লাইং কিস ঊর্বশীর!

By

Published : Oct 4, 2022, 1:41 PM IST

Updated : Oct 4, 2022, 3:34 PM IST

মুম্বই, 4 অক্টোবর: ভারতীয় দলের বাঁহাতি ব্যাটার তথা উইকেট কিপার ঋষভ পন্থের সঙ্গে ঊর্বশী রাউতেলার অম্ল-মধুর সম্পর্কের কথা সকলেরই জানা ৷ আজ জন্মদিন ভারতীয় স্টাম্পার-ব্যাটারের ৷ আর পন্থের জন্মদিনে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি বার্থডে রিল শেয়ার করেছেন ঊর্বশী রাউতেলাও ৷ অভিনেত্রী যদিও নাম উল্লেখ করেননি ৷ তবে তাঁর ভিডিয়োর ক্যাপশনে 'শুভ জন্মদিন' কথাটি লিখেছেন বলিউডের এই রেড হট ডিভা (Urvashi Rautela Rishabh Pant Birthday wishes)৷

ভিডিয়োয় অবশ্য় ঊর্বশীকে কোনও কথা বলতে দেখা যায়নি (Urvashi Rautela on Rishabh Pant birthday) ৷ তিনি কেবল ক্যামেরার উদ্দেশ্য়ে ছুঁড়ে দিয়েছেন ফ্লাইং কিস (Urvashi Rautela Flying Kiss video)৷ সঙ্গে তাঁর গুডি গুডি লুকটিও মানিয়েছিল দারুণ ৷ দিনকয়েক আগে ঋষভ পন্থের সঙ্গে রাউতেলার সম্পর্ক নিয়ে টক অফ দ্য টাউন হয়ে উঠেছিল ৷ এমনকী পন্থ তো তাঁকে সোশাল মিডিয়ায় এও লিখেছিলেন, 'পিছা ছোড়ো বেহেন' ৷ তারপর অবশ্য় জবাব দিতে ছাড়েননি ঊর্বশী ৷

সমস্ত জটিলতার মধ্যেও তিনি উপস্থিত ছিলেন ভারতের এশিয়া কাপ সফর শুরুর প্রথম ম্যাচেও ৷ ভারত-পাকিস্তান ম্যাচে গ্যালারিতে ভারতের জয় উপভোগও করেন ঊর্বশী ৷ আবার তাই নিয়েও ট্রোলিং শুরু করেন অনেকেই ৷ কারণ তাঁদের দাবি ছিল, ঊর্বশীর উপস্থিতির জন্যই নাকি ম্যাচে মনোযোগ হারাচ্ছেন ঋষভ ৷

আরও পড়ুন:বাংলা টেলিভিশনে এবার 'রান্নাঘরের গপ্পো'

যাইহোক এই বাঁহাতি ব্যাটারের ওপর বিশ্বকাপে অনেকটাই নির্ভর করবে 'মেন ইন ব্লু' ৷ যদিও ঘরোয়া সিরিজে অজিদের বিরুদ্ধে পাওয়া সুযোগ সেভাবে কাজে লাগাতে পারেননি এই ব্যাটার ৷ তবে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে প্রোটিয়াদের বিরুদ্ধে ফের একবার দলে সুযোগ পেতে পারেন তিনি ৷ তাই জন্মদিনের ঠিক পরপরই মাঠে একটি দুরন্ত জন্মদিন উদযাপনের সুযোগ থাকছে তাঁর কাছে ৷ অন্যদিকে ঊর্বশীকে শীঘ্রই দেখা যাবে রণদীপ হুডার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে ৷ তাঁর এই নতুন প্রজেক্টের নাম 'ইনসপেক্টর অবিনাশ' ৷

Last Updated : Oct 4, 2022, 3:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details