মুম্বই, 4 অক্টোবর: ভারতীয় দলের বাঁহাতি ব্যাটার তথা উইকেট কিপার ঋষভ পন্থের সঙ্গে ঊর্বশী রাউতেলার অম্ল-মধুর সম্পর্কের কথা সকলেরই জানা ৷ আজ জন্মদিন ভারতীয় স্টাম্পার-ব্যাটারের ৷ আর পন্থের জন্মদিনে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি বার্থডে রিল শেয়ার করেছেন ঊর্বশী রাউতেলাও ৷ অভিনেত্রী যদিও নাম উল্লেখ করেননি ৷ তবে তাঁর ভিডিয়োর ক্যাপশনে 'শুভ জন্মদিন' কথাটি লিখেছেন বলিউডের এই রেড হট ডিভা (Urvashi Rautela Rishabh Pant Birthday wishes)৷
ভিডিয়োয় অবশ্য় ঊর্বশীকে কোনও কথা বলতে দেখা যায়নি (Urvashi Rautela on Rishabh Pant birthday) ৷ তিনি কেবল ক্যামেরার উদ্দেশ্য়ে ছুঁড়ে দিয়েছেন ফ্লাইং কিস (Urvashi Rautela Flying Kiss video)৷ সঙ্গে তাঁর গুডি গুডি লুকটিও মানিয়েছিল দারুণ ৷ দিনকয়েক আগে ঋষভ পন্থের সঙ্গে রাউতেলার সম্পর্ক নিয়ে টক অফ দ্য টাউন হয়ে উঠেছিল ৷ এমনকী পন্থ তো তাঁকে সোশাল মিডিয়ায় এও লিখেছিলেন, 'পিছা ছোড়ো বেহেন' ৷ তারপর অবশ্য় জবাব দিতে ছাড়েননি ঊর্বশী ৷