পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Urvashi Rautela: আইফেল টাওয়ারের সামনে আইসিসি বিশ্বকাপের ট্রফি উন্মোচন ঊর্বশীর - আইসিসি বিশ্বকাপের ট্রফি উন্মোচন ঊর্বশীর

আইসিসি বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন ঊর্বশী রাউতেলা ৷ সুযোগ পেয়ে আপ্লুত অভিনেত্রী ৷

Urvashi Rautela
আইসিসি বিশ্বকাপের ট্রফি উন্মোচন ঊর্বশীর

By ETV Bharat Bangla Team

Published : Aug 23, 2023, 5:04 PM IST

হায়দরাবাদ, 23 অগস্ট: ক্রিকেট অনুরাগীরা এখন দিন গুনছেন ওয়ানডে বিশ্বকাপের জন্য ৷ একদিকে যেমন এগিয়ে আসছে দুর্গাপুজো তেমনই ক্রিকেট যুদ্ধের দামামাও বেজে গিয়েছে ইতিমধ্যেই ৷ এবার আয়োজক যে ভারত তা নিশ্চয়ই আর নতুন করে বলে দেওয়ার কিছু নেই ৷ ফাইনাল সহ রয়েছে মোট 48টি ম্যাচ ৷ আর লড়াই শেষে একটি দলের হাতে উঠবে সোনালি বিশ্বকাপ ৷ এদিন সেই বিশ্বকাপেরই আনুষ্ঠানিক উন্মোচন করলেন বলি সুন্দরী ঊর্বশী রাউতেলা ৷

ইনস্টাগ্রামে আইফেল টাওয়ারের সামনে দাঁড়িয়ে ট্রফি উন্মোচনের একটি ঝলকও শেয়ার করেছেন নায়িকা ৷ তাঁকে এদিন দেখা গেল সোনালি কাট আউট পোশাকে ৷ ছবিটি শেয়ার করে তিনি লিখেছেন, "প্রথম অভিনেত্রী হিসাবে আইসিসি ওয়ার্ল্ড কাপ 2023-এর ট্রফি উন্মোচনের সুযোগ হল ৷ ধন্যবাদ আইসিসি ৷"

আগামী অক্টোবরে শুরু হতে চলেছে ক্রিকেটিয় মহাযুদ্ধ ৷ সবই একটি সোনালি ট্রফিটিকে করায়ত্ত করার জন্য় উদগ্রীব ৷ ভারত 2011 সালে চ্যাম্পিয়ান হওয়ার প্রায় এক যুগ শেষ হতে চলেছে ৷ এবার ঘরের মাঠে আরও একবার 2011 সালের রিপিট টেলিকাস্টের আয়োজন করতে পারবে ভারত? আবারও মহেন্দ্র সিং ধোনির মতো বল মাঠের বাইরে পাঠিয়ে কেউ ট্রফি ঘরে তুলতে পারবেন কি সেটাই সবচেয়ে বড় প্রশ্ন ৷

আরও পড়ুন:শুধু গবেষকরা নন বারবার চাঁদের প্রেমে পড়েছে বলিউড টলিউডও

অন্য়দিকে ঊর্বশীর কথা বলতে গেলে ,তিনি এখন ব্যস্ত রয়েছেন তাঁর নতুন ছবির কাজ নিয়ে ৷ এই ছবিতে তাঁর সঙ্গে কাজ করছেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীও ৷ ইতিমধ্য়েই বেশকিছুটা শুটিং সেরেও ফেলেছেন তিনি ৷ ক্রিকেটের প্রতিও অভিনয়ের মতোই ভালোবাসা রয়েছে তাঁর ৷ মাঝে মাঝেই তাঁকে পাওয়া যায় স্টেডিয়ামে ৷ একসময় ক্রিকেটার ঋষভ পন্থের সঙ্গে তাঁর সম্পর্কের কাহিনিও যথেষ্ট চর্চায় উঠে এসেছিল ৷ তিনি তো এও দাবি করেছিলেন, ঋষভ নাকি তাঁর জন্য হোটেলের লবিতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতেন ৷

ABOUT THE AUTHOR

...view details