পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Urvashi Rautela: 'আমার কাছেই আছে', সোনার ফোন ফিরিয়ে দিতে মেইলে ঊর্বশীকে দেওয়া হল এই শর্ত - সোনার ফোন ফিরিয়ে দিতে ঊর্বশীকে দেওয়া হল এই শর্ত

আইফোন ফিরে পেতে ঊর্বশীকে সাহায্য করতে হবে তাঁকে ৷ ফোন চুরির কথা স্বীকার করে এমনই মেইল পাঠানো হল নায়িকাকে ৷

Urvashi Rautela
সোনার ফোন ফিরিয়ে দিতে ঊর্বশীকে দেওয়া হল এই শর্ত

By ETV Bharat Bangla Team

Published : Oct 19, 2023, 8:15 PM IST

হায়দরাবাদ, 19 অক্টোবর: ভারত-পাক ম্যাচের সাক্ষী হতে আমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গিয়েছিলেন ঊর্বশী রাউতেলা ৷ ম্যাচের মাঝেই তাঁর 24 ক্যারেট সোনা দিয়ে সাজানো আইফোনটি হারিয়ে ফেলেন তিনি ৷ সোনার এই ফোনটি হারিয়ে স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছিলেন অভিনেত্রী ৷ সোশাল মিডিয়ায় অনুরাগীদের কাছে তিনি আর্জও জানান ফোনটি ফিরে পাওয়ার জন্য ৷ অভিযোগ দায়ের করেন পুলিশেও ৷ এবার সেই হারিয়ে যাওয়া ফোনের খোঁজ মিলল ৷

সম্প্রতি ঊর্বশী তাঁর ইনস্টা স্টোরিতে জানিয়েছিলেন, ফোন কার কাছে আছে তা তিনি জানতে পেরেছেন ৷ এই ফোন চুরির কথা স্বীকার করে তাঁকে একটি মেইল করা হয়েছে ৷ কী লেখা আছে সেই মেইলে? প্রেরক লিখেছেন, "আমার কাছেই আপনার ফোনটি আছে ৷ যদি আপনি এটা ফেরত পেতে চান তাহলে আমায় একটু সাহায্য় করুন ৷ আমার ভাইকে ক্যানসার আক্রান্ত তাকে বাঁচাতে আপনার সাহায্য় আমার একান্ত দরকার ৷"

ঊর্বশী কথা দিয়েছেন এই ব্যক্তিকে তিনি সাহায্য় করবেন ৷ অভিনেত্রী মেইলের একটি স্ক্রিনশটও শেয়ার করেছিলেন তাঁর ইনস্টাগ্রামে ৷ তবে সেটা এখন সরিয়ে নেওয়া হয়েছে ৷ যেটুকু জানা গিয়েছে তাতে ঊর্বশীর কাছে এই মেইলটি পৌঁছায় গত 16 অক্টোবর ৷ প্রসঙ্গত এর আগে তাঁর ফোন চুরির ঘটনা জানিয়েও সোশালে একটি পোস্ট করেছিলেন তিনি ৷

আরও পড়ুন:বক্স অফিসে প্রথম দিনে বাদশাকে টেক্কা দেওয়ার স্বপ্ন অপূর্ণই রয়ে গেল বিজয়ের

'হেট স্টোরি' ছবি খ্যাত অভিনেত্রী লিখেছিলেন, "আমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে 24 ক্যারেট সোনার আই ফোনটি হারিয়ে গিয়েছে ৷ যদি কেউ এটি দেখে থাকেন থাকেন তাহলে আমায় সাহায্য় করুন ৷ আমার সঙ্গে দ্রুত যোগাযোগ করুন ৷" এবার দুশ্চিন্তা মুক্ত অভিনেত্রী ৷ অভিনয়ের কথা বলতে গেলে ঊর্বশী আগামীতে স্ক্রিনশেয়া করতে চলেছেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর সঙ্গে ৷ ছবির শুটিংও ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details