মুম্বই, 15 অক্টোবর: বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে ভারতের জয়ের উচ্ছ্বাসের মাঝে বড় ক্ষতি হয়ে গেল বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলার ৷ 24 ক্যারেটের আসল সোনার আইফোন হারিয়ে বসলেন তিনি ৷ শেষে ফোন ফিরে পেতে সোশাল মিডিয়ার সাহায্য নিতে হল সনম রে খ্যাত এই অভিনেত্রীকে ৷
শনিবার আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে ভারত-পাকিস্তান ম্যাচ ৷ সেই খেলা দেখতে সেখানে উপস্থিত ছিলেন প্রাক্তন মিস ইন্ডিয়া উর্বশী রাউতেলা ৷ নিজে মাঠের ভিডিয়ো শেয়ার করেছেন তিনি ৷ তাঁকে আনন্দ ও উচ্ছ্বাসের সঙ্গে খেলা উপভোগ করতে দেখা গিয়েছে ৷ হাতে তেরঙা নিয়েও দেখা যায় উর্বশীকে ৷ তবে বিপত্তির মুখেও পরেন ৷ তিনি তাঁর দামি সোনার আইফোনটি খুঁইয়ে বসেন ৷ উর্বশী রবিবার সোশাল মিডিয়ায় একটি পোস্টে ফোন হারানোর খবরটি দেন ৷ কেউ ফোনটি পেলে তা তাঁকে ফিরিতে দিতে বলেন ।
অভিনেত্রী লিখেছেন, "আমি আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আমার 24 ক্যারেটের আসল সোনার আইফোন হারিয়ে ফেলেছি । যদি কেউ সেটি খুঁজে পান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করুন ৷" এর পোস্টে তিনি আহমেদাবাদ পুলিশকেও সাহায্যের জন্য ট্যাগ করেছেন । আর তাঁর এই পোস্টের পরেই নানা ধরনের মন্তব্য ধেয়ে এসেছে নেটনাগরিকদের তরফে । একজন মজার ভঙ্গিতে লিখেছেন, "সমস্যা নেই, নতুন নিয়ে নাও ।" আর একজন লিখেছেন, "আপনার বলা উচিত হয়নি যে এটি সোনার ফোন ছিল ৷ আর আপনি ফোনটা পাবেন না ।"