হায়দরাবাদ, 17 জুলাই: 'ইনসপেক্টর অবিনাশ'-এর সাফল্যের পর এবার আরও একটি নতুন প্রজেক্টে দেখা যাবে ঊর্বশী রাউতেলাকে ৷ নায়িকা এবার স্ক্রিনশেয়ার করছেন পঙ্কজ ত্রিপাঠীর সঙ্গে ৷ সম্প্রতি তাঁরা একসঙ্গে রওনা দিলেন নতুন ছবির শুটিং করতে ৷ সোমবার বিমানের ভিতরে বসে তৈরি একটি রিলস ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অভিনেত্রী ৷ সেখানে তাঁর সঙ্গে দেখা গিয়েছে পঙ্কজ ত্রিপাঠীকেও ৷ জানা গিয়েছে, তাঁদের গন্তব্য ভোপাল ৷
তিনি লেখেন,"আমাদের নতুন ছবির শুটিংয়ের জন্য বিমান যাত্রা ৷ বার্বি স্টাইলে শুটিং হবে ৷" নীল শর্ট ড্রেস, স্টাইলিশ রোদচশমা আর মানানসই মেকআপে এদিন সত্যিই যেন বার্বিডল হয়ে উঠেছিলেন অভিনেত্রী ৷ অন্যদিকে, পঙ্কজ ত্রিপাঠীকে দেখা গেল ক্যাজুয়াল পোশাকে ৷ যদিও ঠিক কোন ছবির শুটিংয়ের জন্য এই যাত্রা তা জানাননি অভিনেত্রী ৷ তবে আগামী দিনে পঙ্কজ এবং ঊর্বশীকে একসঙ্গে পর্দায় দেখা যাবে জেনেই বেশ খুশি অনুরাগীরা ৷