মুম্বই, 4 জুন: কান 2023 ফিল্ম ফেস্টিভ্যাল এবং আইফা 2023-এ দুরন্ত পোশাকে সবাইকে তাক লাগিয়ে দেওয়ার পর, এ বার তাঁর নতুন চলচ্চিত্রের জন্য প্রস্তুতি শুরু করে দিলেন অভিনেত্রী উর্বশী রাউতেলা ৷ প্রয়াত অভিনেত্রী পারভীন বাবির জীবন নিয়ে তৈরি বায়োপিকে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন উর্বশী ৷
রবিবার কাকভোরে নিজের ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেন সনম রে অভিনেত্রী ৷ যার ক্যাপশনে তিনি লিখেছেন, "বলিউডে ব্যর্থ পারভীন বাবি, কিন্তু আমি তোমাকে গর্বিত করব ৷ ওম নমঃ শিবায় । নতুন শুরুর জাদুতে বিশ্বাস করুন ।" আসন্ন বায়োপিকের সারাংশের একটি ছবিও শেয়ার করেছেন উর্বশী ।
তিনি পোস্টটি করার পরই তাঁর অনুরাগী এবং বন্ধুরা লাল হৃদয়ের ইমোজিতে বানভাসি করেছেন কমেন্ট সেকশন ৷ একের পর এক এসেছে অভিনন্দন বার্তা ৷ একজন ভক্ত লিখেছেন, "পারভীন বাবিকে নিয়ে সিনেমা বানানোর জন্য ধন্যবাদ ৷" অন্য একজন লিখেছেন, "পারভীন বাবিকে নিয়ে আপনার আসন্ন ছবিটি ব্লকবাস্টার হয়ে উঠবে ।" অন্য একজন ভক্তের কথায়, "পারভীন বাবির সমর্থন করা প্রথম অভিনেত্রী !"