মুম্বই, 30 জানুয়ারি: 'পাঠান' জ্বরে কাঁপছে গোটা দেশ ৷ চারশো কোটির ক্লাবে জায়গা করে নিয়ে ইতিমধ্য়েই তাক লাগিয়ে দিয়েছে এই ছবি ৷ এরপর সোমবার সকালে জানা গিয়েছে, এদিন 500 কোটির ব্যবসা করে ফেলতে পারে কিংখানের এই ছবি । তবে শুরু থেকেই এই ছবি নিয়ে যেমন উত্তেজনা রয়েছে ঠিক তেমনই এই ছবি নিয়ে বিতর্কও কিন্তু মোটেই কম হয়নি ৷ সম্প্রতি পাঠানের সাফল্য নিয়ে মুখ খুলেছিলেন কন্ট্রোভার্সি কুইন কঙ্গনাও ৷ মিস রানওয়াত লিখেছিলেন 'এই দেশ শুধু খানেদের পছন্দ করে' ৷ তাঁর এই মন্তব্য নিয়ে সামাজিক মাধ্য়মে বেশ ট্রোল হচ্ছেন অভিনেত্রী ৷ এবার এই নিয়ে তাঁকে জবাব দিলেন অভিনেত্রী উরফি জাভেদও ৷
এর পালটা উরফি সামাজিক মাধ্য়মে লিখেছেন, "হায় ভগবান! মুসলিম অভিনেতা অভিনেত্রী , হিন্দু অভিনেতা অভিনেত্রী এ আবার কী ধরণের বিভাজন রেখা ! শিল্পকে ধর্ম দিয়ে বিভাজিত করা যায় না ৷ সকলে শুধুই অভিনেতা(Uorfi Tweet to Kangana) টুইটে কঙ্গনা লেখেন, "এই দেশ শুধুমাত্র সমস্ত খানেদের ভালোবাসে আর কোনও কোনও সময় তো শুধুই খানেদের ৷ আর মুসলিম অভিনেত্রীদের নিয়ে একেবারে পাগল ৷ তাই ভারতকে ঘৃণা আর ফ্যাসিজিমের সমর্থক বলে অভিযুক্ত করা যায় না ৷ ভারতের মতো দেশ পৃথিবীতে একটিও নেই। " আর এবার তারই উত্তরে মুখ খুললেন আরেক কন্ট্রোভার্সি কুইন উরফি জাভেদ ৷