পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Death Threat to Uorfi: রাজপালের মতো 'ছোটা পণ্ডিত' সাজতে গিয়ে পেতে হচ্ছে 'খুনের হুমকি', দাবি উরফির - বিতর্কের মুখে উরফি জাভেদ

রাজপাল যাদবের 'ছোটা পণ্ডিত'-এর মতো সাজতে গিয়ে বিতর্কের মুখে উরফি জাভেদ ৷ 'খুনের হুমকি' দেওয়া হচ্ছে তাঁকে ৷ ঠিক এমনটাই দাবি করলেন নায়িকা ৷

Death Threat to Uorfi
বিতর্কের মুখে উরফি জাভেদ

By ETV Bharat Bangla Team

Published : Oct 31, 2023, 6:04 PM IST

হায়দরাবাদ, 31 অক্টোবর:খুনের হুমকি দেওয়া হল অভিনেত্রী উরফি জাভেদকে ৷ 'ভুলভুলইয়া' ছবিতেরাজপাল যাদবের 'ছোটা পণ্ডিত' চরিত্রটি আজও দর্শকের মনে অমলিন ৷ তাঁর সাজ পোশাক দেখেই হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যেত সকলের ৷ কিন্তু সেই চরিত্রের মতো সাজতে গিয়েই বিপত্তি ৷ পেতে হল 'খুনের হুমকি' ৷ প্রিয় চরিত্রের সাজে সেজে ক্যামেরার সামনে আসার জেরেই ভুগতে হল উরফিকে ৷ সম্প্রতি সোশাল মিডিয়ায় এমনটাই দাবি করলেন নায়িকা ৷

সম্প্রতি বেশকিছু স্ক্রিনশট তিনি শেয়ার করেছেন সোশাল মিডিয়ায় ৷ শেয়ার করেছেন রাজপালের 'ছোটা পণ্ডিত' রূপী একটি ছবিও ৷ আর তার পাশেই রয়েছে উরফির 'ছোটা পণ্ডিত' অবতারের ঝলক ৷ ছবিগুলির ক্যাপশানে তিনি লেখেন, "এই দেশের পুরুষ সমাজকে দেখে আমি হতবাক এবং আতঙ্কিত ৷ ছবির একটি চরিত্রের মতো সাজার জন্য় আমায় খুনের হুমকি দেওয়া হচ্ছে অথচ চরিত্রটি নিয়ে এর আগে কোনও বিতর্ক হয়নি ৷" তাঁর দাবি রাজপাল যখন এই চরিত্রে অভিনয় করেন তখন তো কারও সমস্যা হয়নি ৷

তাঁকে যে হুমকি দেওয়া হয়েছে সেই স্ক্রিনশটও শেয়ার করেছেন তিনি ৷ তার একটিতে লেখা, "যে ভিডিয়ো তুমি আপলোড করেছ সেটা ডিলিট না করলে তোমাকে খুন করতে আমাদের বেশি সময় লাগবে না ৷" আরও একজন দাবি করেছেন, উরফি নাকি হিন্দু ধর্মকে অপমান করেছেন ৷ তাই ভিডিয়োটি সরিয়ে নেওয়ার দাবি তোলা হয়েছে ৷

আরও পড়ুন:আসছে 'কৃশ 4', চিত্রনাট্য নিয়ে তৈরি হৃতিক রোশন

প্রসঙ্গত, উরফি জাভেদ তাঁর ফ্য়াশনের কারণে রীতিমতো পরিচিত ৷ কখনও সেফটিপিন দিয়ে পোশাক তৈরি করেছেন তিনি ৷ কখনও বা তাঁর পোশাক তৈরি হয়েছে ছবি বা হাওয়ামেঠাই দিয়ে ৷ তাঁর এই ধরনের পোশাক নিয়ে আগেও চর্চা হয়েছে ৷ রাজনৈতিক নেতা-নেত্রীদের সঙ্গেও বিতর্কে জড়িয়েছেন তিনি ৷ তবে বিতর্কের জেরে কখনও নিজের ফ্যাশন চর্চা বন্ধ করেননি অভিনেত্রী ৷

ABOUT THE AUTHOR

...view details