হায়দরাবাদ, 31 অক্টোবর:খুনের হুমকি দেওয়া হল অভিনেত্রী উরফি জাভেদকে ৷ 'ভুলভুলইয়া' ছবিতেরাজপাল যাদবের 'ছোটা পণ্ডিত' চরিত্রটি আজও দর্শকের মনে অমলিন ৷ তাঁর সাজ পোশাক দেখেই হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যেত সকলের ৷ কিন্তু সেই চরিত্রের মতো সাজতে গিয়েই বিপত্তি ৷ পেতে হল 'খুনের হুমকি' ৷ প্রিয় চরিত্রের সাজে সেজে ক্যামেরার সামনে আসার জেরেই ভুগতে হল উরফিকে ৷ সম্প্রতি সোশাল মিডিয়ায় এমনটাই দাবি করলেন নায়িকা ৷
সম্প্রতি বেশকিছু স্ক্রিনশট তিনি শেয়ার করেছেন সোশাল মিডিয়ায় ৷ শেয়ার করেছেন রাজপালের 'ছোটা পণ্ডিত' রূপী একটি ছবিও ৷ আর তার পাশেই রয়েছে উরফির 'ছোটা পণ্ডিত' অবতারের ঝলক ৷ ছবিগুলির ক্যাপশানে তিনি লেখেন, "এই দেশের পুরুষ সমাজকে দেখে আমি হতবাক এবং আতঙ্কিত ৷ ছবির একটি চরিত্রের মতো সাজার জন্য় আমায় খুনের হুমকি দেওয়া হচ্ছে অথচ চরিত্রটি নিয়ে এর আগে কোনও বিতর্ক হয়নি ৷" তাঁর দাবি রাজপাল যখন এই চরিত্রে অভিনয় করেন তখন তো কারও সমস্যা হয়নি ৷