হায়দরাবাদ, 29 জুন:নবী মহম্মদ সম্পর্কিত নূপুর শর্মার বিতর্কিত বয়ান সমর্থন করায় মঙ্গলবার নৃশংস ঘটনার সাক্ষী থেকেছে রাজস্থানের উদয়পুর ৷ এক ব্যক্তিকে কুপিয়ে খুন করে সেই ভিডিয়ো ছড়িয়ে দেওয়া হয়েছে সোশাল মিডিয়ায় ৷ মৃত কানাইহাইয়া দর্জির কাজ করে দিন গুজরান করতেন ৷ উদয়পুর শহরের ধানমান্ডি এলাকায় দোকানে ঢোকে কুপিয়ে খুন করা হয় কানহাইয়া লাল সাহুকে ৷
পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা কাপড়ের মাপ দেওয়ার নাম করে কানহাইয়ার সঙ্গে দেখা করতে আসে ৷ তারপরেই ঘটে এই ঘটনা ৷ ঘটনায় দুই অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ ৷ জানা গিয়েছে, অভিযুক্ত ঘাউস মহম্মদ এবং রিয়াজ জব্বর উদয়পুরের সুরাজপোলের বাসিন্দা ৷ এই ঘটনা নিয়ে এখন রীতিমতো সরগরম সমস্ত মাধ্যম ৷ চলেছে রাজনৈতিক চাপানউতোর ৷ বুধবার এই হত্যাকাণ্ড নিয়ে মুখ খুলল বলিউডও (Bollywood celebrities expresses outrage Udaipur tailor kanhaiya lal murder)৷