পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Udaipur Murder Case: উদয়পুর হত্যাকাণ্ডে সরব বলিউড, মুখ খুললেন অনুপম-কঙ্গনারা - tailor kanhaiya lal murder

নূপুর শর্মার বিতর্কিত বয়ান সমর্থন করায় মঙ্গলবার রাজস্থানে খুন করা হয় কানহাইয়া লাল নামে এক ব্যক্তিকে ৷ এই ঘটনা নিয়ে এখন রীতিমত সরগরম সমস্ত মাধ্যম ৷ চলেছে রাজনৈতিক চাপানউতোর ৷ বুধবার এই হত্যাকাণ্ড নিয়ে মুখ খুলল বলিউডও (Bollywood celebrities expresses outrage Udaipur tailor Kanhaiya lal murder) ৷

Udaipur Killing
উদয়পুর হত্যা কাণ্ডে সরব বলিউড, মুখ খুললেন অনুপম-কঙ্গনারা

By

Published : Jun 29, 2022, 9:15 PM IST

হায়দরাবাদ, 29 জুন:নবী মহম্মদ সম্পর্কিত নূপুর শর্মার বিতর্কিত বয়ান সমর্থন করায় মঙ্গলবার নৃশংস ঘটনার সাক্ষী থেকেছে রাজস্থানের উদয়পুর ৷ এক ব্যক্তিকে কুপিয়ে খুন করে সেই ভিডিয়ো ছড়িয়ে দেওয়া হয়েছে সোশাল মিডিয়ায় ৷ মৃত কানাইহাইয়া দর্জির কাজ করে দিন গুজরান করতেন ৷ উদয়পুর শহরের ধানমান্ডি এলাকায় দোকানে ঢোকে কুপিয়ে খুন করা হয় কানহাইয়া লাল সাহুকে ৷

পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা কাপড়ের মাপ দেওয়ার নাম করে কানহাইয়ার সঙ্গে দেখা করতে আসে ৷ তারপরেই ঘটে এই ঘটনা ৷ ঘটনায় দুই অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ ৷ জানা গিয়েছে, অভিযুক্ত ঘাউস মহম্মদ এবং রিয়াজ জব্বর উদয়পুরের সুরাজপোলের বাসিন্দা ৷ এই ঘটনা নিয়ে এখন রীতিমতো সরগরম সমস্ত মাধ্যম ৷ চলেছে রাজনৈতিক চাপানউতোর ৷ বুধবার এই হত্যাকাণ্ড নিয়ে মুখ খুলল বলিউডও (Bollywood celebrities expresses outrage Udaipur tailor kanhaiya lal murder)৷

কঙ্গনা রানাওয়াত লিখেছেন, "যেভাবে কানহাইয়া লাল হত্যার ভিডিয়ো তৈরি করা হয়েছে, আমি তো তা দেখার সাহসও করতে পারছি না, আমি একেবারে হতবাক ।"

ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে কঙ্গনা রানাওয়াত লিখেছেন, "যেভাবে কানহাইয়া লাল হত্যার ভিডিয়ো তৈরি করা হয়েছে, আমি তা দেখার সাহসও করতে পারছি না, আমি একেবারে হতবাক ।" ক্ষুব্ধ হয়ে উঠেছেন বলিউডের আরেক বর্ষীয়াণ অভিনেতা অনুপম খেরও ৷ তিনি এদিন লিখেছেন, 'ভীত...দুঃখিত...ক্ষুব্ধ ৷'

আরও পড়ুন :Suraajit Choudhury: 'বিজেপি করি, তাই বাংলা সিরিয়াল ডাকে না', বিস্ফোরক সুরজিৎ চৌধুরী

এই ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন পাকিস্তানি শিল্পী কেআরকে-সহ আরও অনেকেই ৷ প্রসঙ্গত, শিল্পীমহলের সঙ্গে সঙ্গে বাংলার রাজনৈতিক মহলও এই ঘটনা নিয়ে সরব হয়েছেন ৷ এই হত্যার তীব্র নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷

ABOUT THE AUTHOR

...view details