পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

National Film Awards 2023: জাতীয় পুরস্কারের মঞ্চে 'ঝিল্লি' ও 'কালকক্ষ'-এর জয়যাত্রা - কালকক্ষ

69th National Award 2023: গৌতম ঘোষের ছেলে ঈশান ঘোষ পরিচালিত ঝিল্লি ও শর্মিষ্ঠা মাইতি-রাজদীপ পাল পরিচালিত কালকক্ষ জাতীয় মঞ্চে কুড়িয়ে নিয়েছে সম্মান ৷ এই দু’টি ছবির মুকুটে উঠেছে জাতীয় পুরস্কারের শিরোপা ৷

Etv Bharat
'ঝিল্লি' ও 'কালকক্ষ'-এর জয়যাত্রা

By ETV Bharat Bangla Team

Published : Aug 24, 2023, 8:58 PM IST

হায়দরাবাদ, 24 অগস্ট: জাতীয় ছবির মঞ্চে বাংলা ছবির জয় ৷ বৃহস্পতিবার নয়াদিল্লির মিডিয়ায় সেন্টারে ঘোষিত হয়েছে, 69তম জাতীয় চলচ্চিত্র মাধ্যমে কারা পেয়েছেন সেরার শিরোপা ৷ সেই তালিকায় জায়গা করে নিয়েছে বাংলা থেকে যাওয়া তিনটি ছবি ৷ শর্মিষ্ঠা মাইতি এবং রাজদীপ পাল পরিচালিত 'কালকক্ষ' ও ঈশান ঘোষ পরিচালিত 'ঝিল্লি' ৷ পুরস্কৃত হয়েছে সোমনাথ মণ্ডলের রুখু মাটির দুখু মাঝি সিনেমাটিও ৷

বাংলা ছবি 'কালকক্ষ'-এর প্রযোজনার দায়িত্ব সামলেছে অরোরা ফিল্ম কর্পোরেশন ৷ এই সংস্থা এক সময় স্বনামধন্য পরিচালক সত্যজিৎ রায়ের 'পথের পাঁচালি' এবং 'অপরাজিতা' ছবির সঙ্গে যুক্ত ছিল ৷ করোনার অতিমারির সময়সীমা ও পরিস্থিতিই এই ছবির বিষয়বস্তু ৷ লকডাউনের সময় সকলেই ছিলেন ঘরবন্দি ৷ তবে ধনী ও নিম্নবিত্তের মাঝখানে আটকে তাকা মধ্যবিত্ত পরিবারের পরিস্থিতি ঠিক কেমন, তাই ফুটিয়ে তোলা হয়েছিল এই ছবিতে ৷ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও জায়গা করে নিয়েছিল কালকক্ষ ৷ এবার বেস্ট ফিল্ম ক্রিটিক বিভাগে সেরা ছবির শিরোপা পেল 'কালকক্ষ' ৷

অন্যদিকে, প্রায় চার বছরের বেশি সময় ধরে ছবির শুটিং করেছিলেন পরিচালক ঈশান ঘোষ ৷ তাঁর আরও একটি পরিচয় রয়েছে, তিনি পরিচালক গৌতম ঘোষের ছেলে ৷ কিন্তু সততা ও কঠিন পরিশ্রম এই ছবির ঝুলিতে এনে দিয়েছে সেরার সেরা পুরস্কার ৷ ফিচার ফিল্ম স্পেশাল মেনশন বিভাগে জায়গা করে নিয়েছে 'ঝিল্লি' ৷ এছাড়াও সেরা সাউন্ড ডিজাইন-এর পুরস্কারও এসেছে এই ছবির মুকুটে ৷ ছবি তৈরির শুরুর দিকে, ছিল না তেমন কোনও বাজেট ৷ এগিয়ে এসেছিলেন বাবা গৌতম ঘোষ ৷ এই ছবির প্রযোজক তিনিই ৷ কজন বন্ধু মিলে শুরু করেছিলেন এই ছবির জার্নি ৷ কলকাতার ধাপার জনজীবন ছিল এই ছবির প্রেক্ষাপট ৷ সেই সকল মানুষদের কঠিন লড়াই চিত্রায়ন করা হয়েছে পর্দায় ৷ বকুল (অরণ্য গুপ্ত) এবং তার দুই বন্ধু শম্ভু (শম্ভুনাথ দে) ও গণেশ (বিতান বিশ্বাস)- এই তিন জনের ছোট ছোট চাওয়া-পাওয়া এবং হতাশা ছবির গতিকে এগিয়ে নিয়ে গিয়েছে ৷

আরও পড়ুন: চলচ্চিত্র জগতে জাতীয় পুরস্কার কাদের মুকুটে উঠল, রইল তালিকা

নয়াদিল্লিতে সাংবাদিক বৈঠকে ঘোষিত হয়েছে বিজয়ীদের নাম। জানা গিয়েছে, এই বছরের শেষ দিকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

ABOUT THE AUTHOR

...view details