মুম্বই, 23 জানুয়ারি: রণবীর শ্রদ্ধার নতুন ছবি 'তু ঝুঠি ম্যায় মক্কার' মুক্তি পেতে চলেছে এবছর হোলির মরশুমে ৷ লভ রঞ্জনের এই ছবির টিজার ইতিমধ্যেই সামনে এসেছে আর ছবির প্রথম ঝলক যথেষ্ট আগ্রহ জাগিয়েছে দর্শকদের মধ্য়ে ৷ প্রেম আর টুইস্টে ভরপুর এই ছবির ট্রেলার নির্মাতা সামনে আনলেন সোমাবার (Tu Jhoothi Main Makkaar trailer is out Now) ৷ এই ছবিতে একদিকে যেমন ফুটে উঠবে এক কপোত-কপোতীর প্রেমের কাহিনি, তেমনই থাকছে খুনসুটির হাই ভোল্টেজ ডোজ ৷
ট্রেলারে দেখা গিয়েছে, দু'জনেই মনে করেন সম্পর্কের সমস্ত স্তর তাঁদের জানা । কিন্তু প্রেমে ঢুকে পড়া সহজ, বেরোনো নয় ৷ তাই জীবনের নানা চক্রপাকে চক্কর খেতে থাকে এদের কাহিনিও ৷ আসে হাসির ফোয়ারা আবার আসে হতাশার বর্ষণ ৷ কখনও হাসি কখনও কান্না সবমিলিয়ে ট্রেলারে যথেষ্ট আশা জাগালো 'তু ঝুঠি ম্যায় মক্কার' ৷
লভ রঞ্জনের ছবিতে অবশ্য় এমনিতেই থাকে হাসির ফোয়ারা (Ranbir Shraddha Tu Jhoothi Main Makkaar trailer)৷ আর এই ছবিটিও তার ব্যতিক্রম নয় ৷ সুরকার প্রীতম বন্দ্যোপাধ্যায়কে দেখা যাবে এই ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে ৷ অন্যদিকে গানের কথা লেখার দায়িত্বে রয়েছেন অমিতাভ ভট্টাচার্য। তাঁর একটি গানের লাইনই হয়ে উঠেছে ছবির নাম (Luv Ranjan Film with Ranbir Shraddha) ৷
ছবিটি পর্দায় আসতে চলেছে আগামী 8 মার্চ ৷ এই ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে লভ ফিল্মস ৷ আর তার সঙ্গে জুটি বেঁধেছেন অঙ্কুর গর্গ ৷ গুলশান কুমার এবং টি-সিরিজের ভূষণ কুমার ছবিটির উপস্থাপনা করবেন । এখন ছবি মুক্তির জন্য় রীতিমতো অপেক্ষায় রয়েছেন সকলে ৷ রণবীরের গতবছরটা তেমন ভালো গিয়েছে বলা যায় না ৷ পুরোপুরি ব্যর্থ হয়েছে তাঁর ছবি 'শামশেরা' ৷ আর অন্যদিকে রণবীর-আলিয়া এবং অয়ন মুখোপাধ্যায় জুটির 'ব্রহ্মাস্ত্র' ছবিটিও আশানুরূপ সাফল্য পায়নি ৷ যদিও মোটের ওপর এই ছবি যে দর্শক মন দখল করেছিল তা বলাই যায় ৷ তবে এবার 'তু ঝুঠি ম্যায় মক্কার' কতখানি সাফল্য পায় সেটাই দেখার ৷
আরও পড়ুন:অর্জুন থেকে অনশুলা, রাহুল আথিয়ার সঙ্গীত অনুষ্ঠানে হাজির বি টাউন