পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

TJMM Twitter Review: কেমন হল শ্রদ্ধা-রণবীরের 'তু ঝুঠি ম্যায় মক্কার' ?

মুক্তি পেয়েছে শ্রদ্ধা-রণবীরের 'তু ঝুঠি ম্যায় মক্কার' ৷ সোশাল মিডিয়ায় দারুণ প্রশংসা পেয়েছে এই ছবি (Ranbir Shraddha Tu Jhoothi Mai Makkaar Review)৷

TJMM Twitter Review
নেটপাড়ায় প্রশংসা কুড়োলো শ্রদ্ধা রণবীরের তু ঝুঠি ম্যায় মক্কার

By

Published : Mar 8, 2023, 12:07 PM IST

হায়দরাবাদ, 8 মার্চ:বলি তারকা রণবীর কাপুর এবং শ্রদ্ধা কাপুর জুটির 'তু ঝুঠি ম্যায় মক্কার' ছবিটি বড় পর্দায় মুক্তি পেয়েছে আজ ৷ লভ রঞ্জন পরিচালিত এই ছবিটিকে সামাজিক মাধ্যমে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন সিনেপ্রেমীরা ৷ এই ছবির রিভিউ এখনও বেশ পজিটিভ বলাই যায় ৷ পিরিয়োডিক্যাল ড্রামা 'শামশেরা' এবং সাইফাই থ্রিলার 'ব্রহ্মাস্ত্র' ছবির পর এই ছবির হাত ধরে আবার রমকমের ঘরানায় কামব্যাক করছেন রণবীর ৷ কমেডি আর প্রেমের মিশেলে 'তু ঝুঠি ম্যায় মক্কার' ছবিটি মূলত সাধারণ হালকা চালের (Ranbir Shraddha Tu Jhoothi Mai Makkaar Review)৷

তবে ট্রেলারেই আভাস ছিল যে ছবির গল্প আদতে যত সহজ মনে হয় ততখানি নয় ৷ এই কাহিনির গভীরে মিশে রয়েছে জীবনের নানা জটিলতা ৷ লভ রঞ্জনের ছবিতে রণবীরকেও বেশ মানিয়েছে ৷ অন্যদিকে শ্রদ্ধার চরিত্রটিও কমেডির মিশেলে একবারে জমজমাট হয়ে উঠেছে ৷ টুইটারে নেটিজেনরা অনেকেই তাই বলছেন, 'ছবিটি একেবারে পারফেক্ট ফ্যামিলি এন্টারটেইনার ৷' অভিনেতাদের কমিক টাইমিংও বেশ পছন্দ হয়েছে দর্শকদের ৷ 'ব্রহ্মাস্ত্র'র চেয়ে এই ছবিতে সম্পূর্ণ অন্য আঙ্গিকে ধরা দিয়েছেন অভিনেতা ।

এই ছবি দেখার পর কোনও কোনও ভক্ত তো এও লিখছেন, "নেপোটিজমের সব ফসল খারাপ নয় ৷" শুধু যে রণবীর শ্রদ্ধাই প্রশংসা কুড়োচ্ছেন তা নয় অনুভব সিংহ বাসিও প্রশংসা কুড়োচ্ছেন তাঁর সহজ-সাধারণ অভিনয়ের জন্য ৷ একইসঙ্গে অনুভবের কমিক টাইমিংও ছিল নজরকাড়া ৷ প্রায় 3320টি স্ক্রিন জুড়ে মুক্তি পেয়েছে 'তু ঝুঠি ম্যায় মক্কার' ৷

আরও পড়ুন:আন্তর্জাতিক নারী দিবসে পুরুষকেন্দ্রিক গল্পের খবর দিল 'রাম কৃষ্ণা'

এই ছবির হাত ধরে প্রায় পাঁচবছর পর পর্দায় কামব্যাক করলেন লভ রঞ্জন ৷ 2018 সালে মুক্তি পেয়েছিল তাঁর শেষ ছবি 'সোনু কি টিটু কি সুইটি' ৷ তারপর দীর্ঘ বিরতি নেন পরিচালক ৷ 'তু ঝুঠি ম্যায় মক্কার' ছবিরও ঘোষণা হয়েছিল বহু আগেই ৷ তবে ছবির মাঝে এসেছে বহু বাধা ৷ এমনকী লভ রঞ্জনের বিরুদ্ধে যৌন অত্যাচারের অভিযোগও উঠেছে ৷ যদিও তাঁর ওপর ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন পরিচালক ৷

ABOUT THE AUTHOR

...view details