হায়দরাবাদ, 8 মার্চ:বলি তারকা রণবীর কাপুর এবং শ্রদ্ধা কাপুর জুটির 'তু ঝুঠি ম্যায় মক্কার' ছবিটি বড় পর্দায় মুক্তি পেয়েছে আজ ৷ লভ রঞ্জন পরিচালিত এই ছবিটিকে সামাজিক মাধ্যমে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন সিনেপ্রেমীরা ৷ এই ছবির রিভিউ এখনও বেশ পজিটিভ বলাই যায় ৷ পিরিয়োডিক্যাল ড্রামা 'শামশেরা' এবং সাইফাই থ্রিলার 'ব্রহ্মাস্ত্র' ছবির পর এই ছবির হাত ধরে আবার রমকমের ঘরানায় কামব্যাক করছেন রণবীর ৷ কমেডি আর প্রেমের মিশেলে 'তু ঝুঠি ম্যায় মক্কার' ছবিটি মূলত সাধারণ হালকা চালের (Ranbir Shraddha Tu Jhoothi Mai Makkaar Review)৷
তবে ট্রেলারেই আভাস ছিল যে ছবির গল্প আদতে যত সহজ মনে হয় ততখানি নয় ৷ এই কাহিনির গভীরে মিশে রয়েছে জীবনের নানা জটিলতা ৷ লভ রঞ্জনের ছবিতে রণবীরকেও বেশ মানিয়েছে ৷ অন্যদিকে শ্রদ্ধার চরিত্রটিও কমেডির মিশেলে একবারে জমজমাট হয়ে উঠেছে ৷ টুইটারে নেটিজেনরা অনেকেই তাই বলছেন, 'ছবিটি একেবারে পারফেক্ট ফ্যামিলি এন্টারটেইনার ৷' অভিনেতাদের কমিক টাইমিংও বেশ পছন্দ হয়েছে দর্শকদের ৷ 'ব্রহ্মাস্ত্র'র চেয়ে এই ছবিতে সম্পূর্ণ অন্য আঙ্গিকে ধরা দিয়েছেন অভিনেতা ।