হায়দরাবাদ, 21 অগস্ট: বরাবরই স্পষ্ট বক্তা, ঠোঁট কাটা হিসাবে পরিচিত অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় ৷ তাঁকে নিয়ে সমালোচনা হলে তার উত্তর দিতে পিছপা হন না তিনি ৷ এবারও তার ব্যতিক্রম হয়নি ৷ রবিবার টাওয়াল জড়িয়ে বেশ কয়েকটি বাথরুম সেলফি সোশাল মিডিয়ায় শেয়ার করেছিলেন অভিনেত্রী ৷ নিজের শরীরকে ভালোবাসার নানা বার্তা দেন এই ছবির মধ্য দিয়ে ৷ তারপরেই নেটিজেনদের একের পর এক বিরূপ মন্তব্য ধেয়ে আসে তার দিকে ৷
রবিবার নানা মুডে, নানা অঙ্গভঙ্গিতে বাথরুমে আয়নার সামনে নিজের সেলফি তোলেন অভিনেত্রী ৷ ক্যাপশনে তিনি সেই সব ছবির নানা ব্যাখ্যাও করেন ৷ তিনি লেখেন, "আমার শরীরের প্রতিটা অংশ নিখুঁত না হলেও, তার সবকিছু নিয়ে আমি খুশি ৷ অন্তর্বাসের দাগ, মুখের দাগ সবকিছু আমাকে আরও পরিণত করে ৷" ছবিতে আরও নানান ব্যাখ্যা দেন তিনি ৷
নায়িকার ব্যক্তিগত এই ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল ৷ অনেকেই স্বস্তিকার সাহসীকতার প্রশংসা করেছেন ৷ প্রশংসা করেছেন তাঁর চিন্তাধারার ৷ তবে বেশিরভাগ নেটিজেনরাই সামলোচনা করেছেন স্বস্তিকার সেলফি মিরর-এর ৷ একজন লিখেছেন, "বাথরুমে টাওয়াল পড়ে ছবি! এটা তো অত্যন্ত ব্যক্তিগত স্থান ৷ তুমি এখানে কী দেখাতে চাইছ? আমার বিশ্বাস, এটা স্বস্তিকা টাইপ হতে পারে না ৷" এই মন্তব্যের নীচে আবার এক অনুরাগী মন্তব্য করেন, কেন তাঁকে এই ছবি চিন্তিত করছে? এই মন্তব্য সারিতে উত্তর দেন অভিনেত্রী নিজেই ৷