পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

আইএমডিবি'র বিচারে জনপ্রিয় ভারতীয় তারকা, তালিকায় শীর্ষে তৃপ্তি

Tripti on IMDB Popular Indian Celebrities Chart: তৃপ্তি ডিমরিকে 'ন্যাশানাল ক্রাশ' বানিয়ে দিয়েছে তাঁর নতুন ছবি 'অ্যানিম্যাল' ৷ এবার আইএমডিবি'র জনপ্রিয় ভারতীয় তারকাদের তালিকাতেও শীর্ষস্থান দখল করলেন অভিনেত্রী ৷

Tripti on IMDB Popular Indian Celebrities Chart
আইএমডিবি-র জনপ্রিয় ভারতীয় তারকাদের তালিকায় শীর্ষে তৃপ্তি

By ETV Bharat Bangla Team

Published : Dec 13, 2023, 9:14 PM IST

হায়দরাবাদ, 13 ডিসেম্বর: 'কলা' ছবিতে তাঁর অভিনয় দেখে সমালোচকরা প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন তৃপ্তি ডিমরিকে ৷ তবে অভিনেত্রীকে দেশব্যাপী জনপ্রিয়তা এনে দিল তাঁর নতুন ছবি 'অ্যানিম্যাল' ৷ ছবিতে তাঁর অভিনয়, এক্সপ্রেশন তাঁকে বানিয়ে দিয়েছে 'ন্যাশানাল ক্রাশ' ৷ রশ্মিকা মন্দনা ছবিতে থাকা সত্ত্বেও তৃপ্তি যেভাবে সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন তা সত্যিই অনবদ্য ৷ এবার আইএমডিবি'র জনপ্রিয় ভারতীয় তারকাদের তালিকাতেও তার প্রভাব দেখা গেল ৷ এই তালিকাতেও শীর্ষস্থান দখল করে নিলেন তৃপ্তি ৷

প্রত্য়েক সপ্তাহেই আইএমডিবি এই তালিকা প্রকাশ করে ৷ এবার সেই তালিকায় প্রথম স্থানে উঠে এলেন অ্যানিম্যাল-অভিনেত্রী ৷ দ্বিতীয়স্থানে রয়েছেন তাঁর ছবির পরিচালক নিজেই ৷ অর্থাৎ সন্দীপ রেড্ডি ভাঙ্গা রয়েছেন দ্বিতীয় স্থানে ৷ প্রসঙ্গত, এই তালিকায় জায়গা করে নিয়েছেন শাহরুখ খান-কন্যা সুহানা খান এবং শ্রীদেবী-কন্য়া খুশি কাপুরও ৷ তাঁরা দু'জনে দখল করেছেন যথাক্রমে সপ্তম এবং অষ্টম স্থান ৷ পাশাপাশি কেজিএফ তারকা যশ রয়েছেন 39তম স্থানে ৷

তৃপ্তির ছবিতে স্ক্রিন টাইম যথেষ্ট কম ৷ কিন্তু ঠিক যেমন 12-13 মিনিটেই স্ক্রিন জুড়ে রাজত্ব করেছেন ববি দেওল, তৃপ্তিও তেমনই ৷ অনিল কাপুর, রণবীর কাপুর, রশ্মিকাদের পাশে দাঁড়িয়েও দাপটের সঙ্গে নিজের কাজটা করে গিয়েছেন তিনি ৷ রণবীরের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ রসায়ন রীতিমতো চর্চার বিষয় হয়ে উঠেছে এই কয়েক দিনে ৷

তৃপ্তি তাঁর অভিনয় জীবন শুরু করেছিলেন 2017 সালে ৷ সেই ছবিতেও তাঁর সঙ্গে ছিলেন ববি দেওল ৷ সানি দেওল, শ্রেয়স তলপাড়ে এবং তৃপ্তি অভিনীত সেই ছবির নাম ছিল 'পোস্টার বয়েজ' ৷ 'অ্যানিম্যাল'-এর আগে তিনি 'বুলবুল'-এর মতো ওটিটি প্রজেক্টের জন্যও রীতিমতো প্রশংসা কুড়িয়েছেন ৷ তাঁর 'অ্যানিম্যাল' তো ইতিমধ্য়েই বক্স অফিসে 750 কোটির ক্লাবে ঢুকে পড়েছে ৷ যদিও এর আগে প্রায় পাঁচ বছর বড়পর্দায় কোনও বড় কাজ করেননি তিনি ৷ তবে এরপর তাঁকে দেখা যাবে ভিকি কৌশলের সঙ্গে জুটি বাঁধতে ৷ আনন্দ তিওয়ারি পরিচালিত এই ছবির নাম 'মেরে মেহবুব মেরে সনম' ৷

আরও পড়ুন:

  1. 'আমার বিপ্লবী চিন্তাধারা অনেকটা সংঘের আদর্শের মতোই', দাবি কঙ্গনার
  2. 29তম চলচ্চিত্র উৎসবে পুরষ্কৃত অঞ্জনের 'চালচিত্র এখন', সম্মানিত হলেন আর কারা?
  3. প্রসেনজিতের সঙ্গে কাজের অভিজ্ঞতা থেকে তিলোত্তমা প্রেম চলচ্চিত্র উৎসবের মঞ্চে অকপট অদিতি রাও হায়দারি

ABOUT THE AUTHOR

...view details