পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Trina on Mom Birthday: মায়ের জন্মদিনে ছোটবেলার স্মৃতিতে ডুব তৃণার - মায়ের জন্মদিনে ছোটবেলার স্মৃতিতে ডুব দিলেন তৃণা

মায়ের জন্মদিনে স্মৃতির সরণিতে হাঁটলেন অভিনেত্রী তৃণা সাহা ৷ শেয়ার করলেন মায়ের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি (Trina on Birthday of her Mom)৷

vTrina on Mom Birthday
মায়ের জন্মদিনে পুরোনো ছবি শেয়ার করলেন তৃণা

By

Published : Mar 17, 2023, 11:01 AM IST

কলকাতা, 17 মার্চ:ছোটপর্দার পাশাপাশি ধীরে ধীরে ওয়েব সিরিজেও জনপ্রিয় হয়ে উঠছেন অভিনেত্রী তৃণা সাহা ৷ সম্প্রতি 'গভীর জলের মাছ' ওয়েবসিরিজে তাঁর অভিনয় দর্শকদরে বেশ ভালো লেগেছে ৷ এবার তাঁর মায়ের জন্মদিনে শুক্রবার স্মৃতির সাগরে ডুব দিলেন অভিনেত্রী ৷ শেয়ার করলেন তাঁর ছোটবেলার কিছু ছবি ৷ যেখানে তাঁকে দেখা গিয়েছে মায়ের সঙ্গে ক্যামেরা বন্দি হতে ৷ ছোট্ট তৃণাকে দেখে খুশি নেটিজেনরা ৷

এদিন মায়ের সঙ্গে সোশাল মিডিয়ায় মোট চারটি ছবি শেয়ার করেছেন তৃণা ৷ কোথাও তাঁকে দেখা গিয়েছে মায়ের সঙ্গে ঘোড়ায় চড়তে কোথাও আবার দেখা গিয়েছে মা তাঁকে পড়া দেখিয়ে দিচ্ছেন ৷ ছবি শেয়ার করে তৃণা লিখেছেন, 'শুভ জন্মদিন মা' ৷ এই পোস্টই বলে দেয় তাঁর জীবনে মায়ের ভূমিকা ঠিক কতটা (Trina on Birthday of her Mom) ৷

সামাজিক মাধ্যমে গুনগুন নামেই পরিচিত তৃণা ৷ 'খড়কুটো' ধারাবাহিকের জেরে তাঁর এই নামই বেশি জনপ্রিয় নেটিজেনদের কাছে ৷ তবে এখন ওয়েব এবং ছোটপর্দায় সমান দাপটের সঙ্গে কাজ করে চলেছেন তৃণা ৷ ছোটপর্দায় অভিনয় করছেন 'বালিঝড়' ধারাবাহিকে ৷ এই মুহূর্তে ধারাবাহিকে তিনি স্ক্রিনশেয়ার করছেন কৌশিক এবং ইন্দ্রাশিসের সঙ্গে ৷ কয়েকদিন আগেই কৌশিকের সঙ্গে তাঁর অনস্ক্রিন বিবাহও সম্পন্ন হয়েছে ৷ এবার ধারাবাহিকের গল্প কোনদিকে মোড় নেয় সেটাই দেখার ৷

আবার অন্য়দিকে, খুব তাড়াতাড়ি বড় পর্দাতেও দেখা যাবে তাঁকে ৷ পরিচালক অরিন্দম শীলের আসন্ন ছবি 'ইস্কাবনের বিবি'তে গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন নায়িকা ৷ তাঁর চরিত্রটি বেশ সিরিয়াস ৷ কয়েকদিন আগে তৃণা নিজেই জানিয়েছিলেন সেকথা ৷ তৃণার সঙ্গে এই ছবিতে অভিনয় করবেন জয়দীপ কুণ্ডু, অর্ণ মুখোপাধ্যায়, পৌলমী দাসের মতো অভিনেতা অভিনেত্রীরা । একটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন অরুনিমা ঘোষও ৷ ছবির কাজ শুরু হয়ে গিয়েছে বলেও জানা গিয়েছে ৷

আরও পড়ুন:অবশ্যই দেখুন মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে, ভূয়সী প্রশংসা শাহরুখের

ABOUT THE AUTHOR

...view details