পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

বিমান বিভ্রাটে নষ্ট পাঁচ ঘণ্টা! স্পাইসজেটের পরিষেবায় ক্ষোভ উগরে দিলেন 'খড়কুটো' অভিনেত্রী - SpiceJet Controversy

SpiceJet Controversy: স্পাইসজেট পরিষেবা নিয়ে চরম অসন্তুষ্ট টলিউড অভিনেত্রী তৃণা সাহা ৷ বিমানবন্দরে অপেক্ষা করতে হল 5 ঘণ্টা ৷ সোশাল মিডিয়ায় উগরে দিলেন ক্ষোভ ৷

Etv Bharat
অভিনেত্রী তৃণা সাহা

By ETV Bharat Bangla Team

Published : Jan 13, 2024, 10:48 AM IST

Updated : Jan 13, 2024, 2:10 PM IST

হায়দরবাদ, 13 জানুয়ারি: শুটিংয়ের জন্য শহর ছাড়ছিলেন ৷ কিন্তু সঠিক সময়ে পৌঁছতে পারলেন না গন্তব্যে ৷ স্পাইসজেট বিমানের পরিষেবা নিয়ে সোশাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিলেন তৃণা সাহা ৷ এমনকী স্পাইসজেট এয়ারলাইনসকে পরিষেবা বন্ধ করার আর্জি 'খড়কুটো' অভিনেত্রীর ৷

নিজের ইনস্টা হ্যান্ডেলে অভিনেত্রী একটি ভিডিয়ো শেয়ার করেছেন ৷ পোস্টে লিখেছেন, "এই ভিডিয়োটা ছোট্ট একটা ঝলক ৷ কোনও নোটিশ, কোনও ঘোষণা ছাড়াই বিমানবন্দরে পাঁচ ঘণ্টা অপেক্ষা করতে হল ৷ কী কারণে এত দেরি তার কোনও সদুত্তর পাওয়া গেল না ৷ শুধু তাই নয়, কর্তৃপক্ষের তরফে ক্ষমা চাওয়া তো দূরের কথা, ক্ষতিপূরণের কোনও আশ্বাসও মেলেনি ৷ এমনই স্পাইসজেটের অবস্থা ৷"

সঙ্গে স্পাইসজেট ম্যানেজমেন্ট ও সংস্থার কর্মী শুভজিৎ রায়ের জঘন্য ব্যবহারের জঘন্য ব্যবহারের বিষয়টিও উল্লেখ করেন তিনি ৷ আমাদের মতো অপেক্ষারত যাত্রীদের একটা জলের বোতল পর্যন্ত দেওয়া হয়নি ৷ আমাদের মতো মানুষরা যাঁরা থাইল্যান্ডে কাজের জন্য যাচ্ছিলেন তাঁদের সময় ও এনার্জি দু'টোই নষ্ট হয়েছে ৷ তাঁদের অ্যাটিটিউড ও অ্যারোগেন্স চরমে ৷ এমনকী এই হয়রানির জন্য নিজেদের দোষও স্বীকার করেনি স্পাইসজেটের কর্মীরা ৷ শুধু তাই নয়, যিনি সিনিয়র তিনি শান্তিতে ঘুমোচ্ছেন এবং যাত্রীদের এই পরিস্থিতি নিয়ে এতটুকু মাথাব্যাথা ছিল না তাঁর ৷ দয়া করে জানাবেন এর সমাধান কী ৷"

তবে স্পাইসজেট বিমানের পরিষেবা নিয়ে ক্ষোভ প্রকাশ প্রথমবার নয় ৷ রেডিয়োর অন্যতম চর্চিত মুখ ইন্দ্রজিৎ লাহিড়ীও অভিনেত্রীর পোস্টে নিজের একই অভিজ্ঞতা কথা জানিয়েছেন ৷ তিনি লেখেন, "তুমি ভাগ্যবান যে তোমাকে মাত্র 5 ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে ৷ আমি যখন বাগডোগরা যাচ্ছিলাম তখন আমাকে 11 ঘণ্টা বিমান বন্দরে অপেক্ষা করতে হয়েছিল৷"

উল্লেখ্য, স্পাইসজেটের পাশাপাশি ইন্ডিগোর পরিষেবা নিয়েও সোশাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছিলেন কমেডিয়ান কপিল শর্মা ও পরিচালক বিবেক অগ্নিহোত্রী ৷ কপিল শর্মা বেশ কয়েকটি ভিডিয়ো করে এক্স (টুইট) বার্তায় বলেন, "ডিয়ার ইন্ডিগো, প্রথমে তোমরা বাসের মধ্যে 50 মিনিট আমাদের অপেক্ষা করালে ৷ এখন আপনাদের টিম বলছে, বিমান চালক (পাইলট) ট্রাফিক জ্যামে আটকে রয়েছে, কী ! সত্যি? আমাদের রাত 8টায় টেক-অফ করার কথা ছিল ৷ কিন্তু এখন ঘড়িতে রাত 9টা 20 মিনিট ৷ এখন পর্যন্ত ককপিটে কোনও পাইলট আসেননি ৷ আপনার কি মনে হয় এই 180 জন যাত্রী আবার ইন্ডিগো পরিষেবা নিতে চাইবে? কখনও না ৷"

আরও পড়ুন

1. 45 মিনিট অপেক্ষা করেও আসেনি বাস, বিমান থেকে নেমে হাঁটা লাগালেন যাত্রীরা

2.কম খরচের স্পাইসজেট বিমানেই সবচেয়ে বেশি দুর্ঘটনা, সতর্কবাণী শোনাল মন্ত্রক

3.ইন্ডিগোর পরিষেবায় চটলেন কপিল শর্মা-বিবেক অগ্নিহোত্রী, সোশাল মিডিয়া উগরে দিলেন ক্ষোভ

Last Updated : Jan 13, 2024, 2:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details