কলকাতা, 5 সেপ্টেম্বর: গানের রানার তিনি ৷ সুরের আঙিনায় অবাধ বিচরণ ছিল সলিল চৌধুরীর। ভালোবাসার গান, জীবনে সংঘবদ্ধ হওয়ার গান, গণ আন্দোলনের গান- সহ নানা গানে তাঁর বিচরণ ছিল অবাধ এবং উজ্জ্বল। তাঁর সঙ্গীত সফরের সঙ্গী হিসেবে দীর্ঘদিন সহযোগী-যন্ত্রী হিসেবে কাজ করেছেন পণ্ডিত দেবজ্যোতি মিশ্র। সলিল চৌধুরীকে প্রকৃতই গুরু মানেন তিনি। 1995 সালের 5 সেপ্টেম্বর, শিক্ষক দিবসেই গুরুকে হারিয়েছিলেন দেবজ্যোতি মিশ্র। তাই শিক্ষক দিবসে শিল্পী তাঁর গুরুকে দিলেন অন্যরকম দক্ষিণা ৷ দেবজ্যোতি মিশ্রের ভাবনায় সলিল চৌধুরীকে নিয়ে সান ফ্রান্সিসকোতে মঞ্চস্থ হল একটি মিউজিক্যাল থিয়েটার।
তিনি বলেন, "সলিল চৌধুরীকে নিয়ে তাঁর একটা জীবন ভিত্তিক মিউজিক্যাল থিয়েটার করার কথা মাথায় আসে আমার। এ কথা সানফ্রান্সিসকোর বে অঞ্চলের ডালিয়া চটোপাধ্যায় সেন জানতে পেরে এই প্রযোজনার কথা ভাবেন এবং অনিন্দ্য চক্রবর্তী নাটকটি পরিচালনা করেন। এটি কলকাতায় এবং অন্যান্য শহরে পরিবেশন করব আমরা। সম্ভবত এদেশে এটাই প্রথম সলিল চৌধুরীর জীবন ভিত্তিক কোনও মিউজিক্যাল থিয়েটার সৃষ্টি করা হল।"
দেবজ্যোতি মিশ্র তাঁর গুরু সলিল চৌধুরীকে নিয়ে আগেই বলেছেন, "সলিল চৌধুরী অত বড় কম্পোজার হয়েও সেলেব্রিটি সুলভ আচরণ করেননি কখনও । সবার মধ্যে মিশে যেতে পারতেন । ওঁর মুম্বইয়ের বাড়িতে ছিল মিউজিশিয়ানদের জন্য অবারিত দ্বার। সলিলদা শিখিয়েছেন কীভাবে সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাঁচা যায় । এই যে নিজেকে সেলিব্রিটি ভেবে অন্যদের থেকে দূরে থেকে বাঁচার চেয়ে, সবার সঙ্গে বাঁচার যে আনন্দ, সেটা সলিলদার জীবনযাপন থেকে শেখা।"