পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Tribute and Felicitation: ঐন্দ্রিলা স্মরণের আবহে সম্মানিত পরপর 10 বারের ফুটবল বিশ্বকাপের সাক্ষী - পরপর 10 বারের ফুটবল বিশ্বকাপের সাক্ষী

ঐন্দ্রিলা শর্মাকে স্মরণের আবহে সম্মানিত করা হল পরপর 10 বারের ফুটবল বিশ্বকাপের সাক্ষী চৈতালী চট্টোপাধ্যায়কে (Chaitali Chatterjee)। এত বছর পর এ বারই প্রথম তিনি বিশ্বকাপ দেখতে যেতে পারেননি (Tribute and Felicitation)৷

tribute-to-aindrila-sharma-and-felicitation-programme-for-chaitali-chatterjee-who-went-to-see-10-consecutive-football-world-cups
ঐন্দ্রিলা স্মরণের আবহে সম্মানিত পরপর 10 বারের ফুটবল বিশ্বকাপের সাক্ষী

By

Published : Dec 4, 2022, 2:23 PM IST

Updated : Dec 4, 2022, 5:56 PM IST

কলকাতা, 4 ডিসেম্বর: 20 নভেম্বর ঠিক দুপুর 12:59 মিনিটে অনেক লড়াই শেষে চিরঘুমের দেশে পাড়ি দিয়েছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)। তাঁর ভক্ত, অনুরাগী থেকে শুরু করে বিনোদন দুনিয়ার মানুষ, সর্বোপরি গোটা শহর তাঁর ফিরে আসার কামনা করেছেন । কিন্তু লড়াইয়েরও তো একটা শেষ থাকে । যোদ্ধারাও শান্তিতে ঘুমোতে চায় । ঐন্দ্রিলাও চেয়েছিলেন একটু নিশ্চিন্ত ঘুম । 'লড়াই আর লড়াই'- কত ছোট বয়স থেকে এই শব্দ তিনটে জুড়ে গিয়েছিল তাঁর জীবনের সঙ্গে । আজ এতগুলো দিন কেটে যাওয়ার পরও তাঁকে নিয়ে কথা হয় শ্যুটিং ফ্লোরে, রাস্তায়, ঘরোয়া আড্ডায় । শুধু তাই নয়, তাঁকে এবং তাঁর লড়াইকে কুর্নিশ জানিয়ে জাতীয় বিমা কর্মীরা এইডস আক্রান্ত শিশুদের পাশে দাঁড়ালেন । শনিবার সন্ধ্যায় উত্তম মঞ্চে 'ঐন্দ্রিlife' শীর্ষক একটি মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করেন জাতীয় জীবন বিমার কর্মীরা । সেখানে উপস্থিত ছিলেন ঐন্দ্রিলার মা শিখা শর্মা । মেয়ের স্মৃতিতে ভাসলেন তিনি (Tribute and Felicitation)।

এ দিনের সন্ধ্যায় সম্মান জানানো হয় চৈতালী চট্টোপাধ্যায়কে (Chaitali Chatterjee)। যিনি 1982 সাল থেকে 2018 পর্যন্ত দশটি ফুটবল বিশ্বকাপ দেখেছেন স্বামীর সঙ্গে । করোনায় মারা গিয়েছেন স্বামী পান্নালাল চট্টোপাধ্যায় । তাই এ বার কাতারে যাওয়া হয়নি তাঁর । ঘরে বসেই মজা নিচ্ছেন মধ্যপ্রাচ্যের বিশ্বযুদ্ধের । বয়সজনিত কারণে শারীরিকভাবে তিনি অসুস্থ । হাঁটাচলা করতে পারেন না । তাঁর পাশেও দাঁড়ালেন বিমা কর্মীরা । এ দিন তাঁর হাতে তুলে দেওয়া হয় একটি হুইল চেয়ার ।

ঐন্দ্রিলা স্মরণের আবহে সম্মানিত পরপর 10 বারের ফুটবল বিশ্বকাপের সাক্ষী

আরও পড়ুন:শেষযাত্রায় ঐন্দ্রিলা ! অভিনেত্রীকে চোখের জলে বিদায় জানালেন সহকর্মীরা

সংস্থার হীরক জয়ন্তী বর্ষের অন্তিম লগ্নে 'ঐন্দ্রিlife' শিরোনামের এই বিশেষ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী জয়তী চক্রবর্তী । এ ছাড়াও ছিল নৃত্যানুষ্ঠান ।

Last Updated : Dec 4, 2022, 5:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details