পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Sherdil Trailer : সৃজিতের ছবিতে মির্জাপুরের কালিন ভাইয়া, 'শেরদিল' অবতারে ট্রেলারেই তাক লাগালেন পঙ্কজ

সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবি 'X=প্রেম' নিয়ে চলা বিতর্কের মাঝেই এবার সামনে এল তাঁর নতুন ছবি 'শেরদিল: দ্য পিলিভিট সাগা'-র ট্রেলার (Srijit Mukherjee Upcoming Movie) ৷ 24 জুন পর্দায় আসতে চলেছে এই ছবি ৷

Srijit Mukherjee Sherdil The Pilibhit Saga Trailer
'X=প্রেম' নিয়ে বিতর্কের মাঝেই সামনে এল সৃজিতের নতুন ছবি 'শেরদিল: দ্য পিলিভিট সাগা'-র ট্রেলার

By

Published : Jun 4, 2022, 12:37 PM IST

মুম্বই, 4 জুন : পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবি 'X=প্রেম' নন্দনে জায়গা না পাওয়া নিয়ে তৈরি বিতর্কে যখন রীতিমত গরম বাংলা তখনই এবার সামনে এল তাঁর নতুন ছবি 'শেরদিল: দ্য পিলিভিট সাগা'-র ট্রেলার (Srijit Mukherjee Upcoming Movie) ৷ সৃজিত এই ছবিতে জুটি বেঁধেছেন দুঁদে অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর সঙ্গে ৷ ট্রেলারেই মিলল তার প্রমাণ ৷ সত্য ঘটনা দ্বারা অনুপ্রাণিত এই ছবিতে তুলে ধরা হবে নগরায়ণ, মানুষ এবং বাঘের দন্দ্ব আর তার সঙ্গেই থাকবে দরিদ্রতার যন্ত্রণা ৷ গতকালই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার ৷

ছবিতে পঙ্কজ ত্রিপাঠীকে দেখা যাবে গঙ্গারাম নামক এক মধ্যবয়স্কে পঞ্চায়েত প্রধানের চরিত্র ৷ নেপালের পিলিভিট ব্যাঘ্র প্রকল্পের একটি সত্য ঘটনাকে তুলে ধরে এই ছবি ৷ বনে গিয়ে বাঘের শিকার হলে দশ লক্ষ টাকা দেবে সরকার, এমনটাই ছিল প্রতিশ্রুতি ৷ আর তাই গ্রাম এবং পরিবারের ভালর জন্য় নিজেই বাঘের শিকার হবেন বলে সিদ্ধান্ত নেন গঙ্গারাম ৷ তিনি গ্রামের পঞ্চায়েত প্রধান অথচ গ্রামের উন্নয়নের জন্য সরকারি যোজনা আনতে না পারছেন না ৷ স্ত্রী, ছেলেমেয়ের আপত্তি উপেক্ষা করেই জঙ্গলে প্রবেশ করেন গঙ্গারাম ৷ ট্রেলারেই বেশ সাড়া ফেলে দিয়েছে শেরদিল ৷ ছবিতে পঙ্কজ ত্রিপাঠীর স্ত্রীর ভূমিকায় বঙ্গললনা সায়নী গুপ্ত ৷

আরও পড়ুন : 'বরটা বড়ই বোকা, কেন নড়ল মাথার পোকা ?' কবিতা লিখলেন রূপঙ্কর-জায়া

ছবি নিয়ে সৃজিত বলেন, "'শেরদিল: দ্য পিলিভিট সাগা' বহু বছর ধরে আমার একটি স্বপ্নের প্রকল্প । আমি 2017 সালে এই বাস্তব ঘটনাটা পড়ার পরেই অবিলম্বে গল্পটি লিখেছিলাম... অবশেষে পাঁচ বছর পর স্বপ্ন সত্যি হল এবং আমরা বড় পর্দায় গঙ্গারামের গল্প নিয়ে আসছি ।" ছবিটি আসতে চলেছে টি সিরিজের ব্যানারে ৷ প্রযোজনা করেছেন ভূষণ কুমার এবং রিলায়েন্স এন্টারটেইনমেন্ট ম্যাচ কাট প্রোডাকশন । জুনেই সৃজিতের 'X=প্রেম' প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছি এবং নতুন ফেলুদা সিরিজও পর্দায় আসছে এই মাসেই ৷ এবার 24 জুন পর্দায় আসতে চলেছে 'শেরদিল: দ্য পিলিভিট সাগা'-ও ৷

ABOUT THE AUTHOR

...view details