মুম্বই, 4 জুন : পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবি 'X=প্রেম' নন্দনে জায়গা না পাওয়া নিয়ে তৈরি বিতর্কে যখন রীতিমত গরম বাংলা তখনই এবার সামনে এল তাঁর নতুন ছবি 'শেরদিল: দ্য পিলিভিট সাগা'-র ট্রেলার (Srijit Mukherjee Upcoming Movie) ৷ সৃজিত এই ছবিতে জুটি বেঁধেছেন দুঁদে অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর সঙ্গে ৷ ট্রেলারেই মিলল তার প্রমাণ ৷ সত্য ঘটনা দ্বারা অনুপ্রাণিত এই ছবিতে তুলে ধরা হবে নগরায়ণ, মানুষ এবং বাঘের দন্দ্ব আর তার সঙ্গেই থাকবে দরিদ্রতার যন্ত্রণা ৷ গতকালই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার ৷
ছবিতে পঙ্কজ ত্রিপাঠীকে দেখা যাবে গঙ্গারাম নামক এক মধ্যবয়স্কে পঞ্চায়েত প্রধানের চরিত্র ৷ নেপালের পিলিভিট ব্যাঘ্র প্রকল্পের একটি সত্য ঘটনাকে তুলে ধরে এই ছবি ৷ বনে গিয়ে বাঘের শিকার হলে দশ লক্ষ টাকা দেবে সরকার, এমনটাই ছিল প্রতিশ্রুতি ৷ আর তাই গ্রাম এবং পরিবারের ভালর জন্য় নিজেই বাঘের শিকার হবেন বলে সিদ্ধান্ত নেন গঙ্গারাম ৷ তিনি গ্রামের পঞ্চায়েত প্রধান অথচ গ্রামের উন্নয়নের জন্য সরকারি যোজনা আনতে না পারছেন না ৷ স্ত্রী, ছেলেমেয়ের আপত্তি উপেক্ষা করেই জঙ্গলে প্রবেশ করেন গঙ্গারাম ৷ ট্রেলারেই বেশ সাড়া ফেলে দিয়েছে শেরদিল ৷ ছবিতে পঙ্কজ ত্রিপাঠীর স্ত্রীর ভূমিকায় বঙ্গললনা সায়নী গুপ্ত ৷