পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

কেকে মেননের সঙ্গী টোটা ! নীরজ পাণ্ডের ডাকে সাড়া দিলেন অভিনেতা - Kay Kay Menon

Tota Roy Choudhury: নীরজ পাণ্ডের সঙ্গে বলিউডে কাজ করতে চলেছেন অভিনেতা টোটা রায়চৌধুরী ৷ মঙ্গলবার জানালেন অন্যতম পছন্দের পরিচালকের সঙ্গে কাজ শুরু করেছেন তিনি তাও আবার জনপ্রিয় সিরিজে ৷

Tota Roy Choudhury
নীরজ পাণ্ডার সঙ্গে কাজ টোটা রায়চৌধুরীর

By ETV Bharat Bangla Team

Published : Nov 21, 2023, 12:48 PM IST

হায়দরাবাদ, 21 নভেম্বর: 'র'-গোয়েন্দা সংস্থাতে কী এবার কেকে মেননের সঙ্গী হতে চলেছেন বাঙালি অভিনেতা ? টোটা রায়চৌধুরী নাকি থাকবেন কোনও ধূসর চরিত্র ? টোটার নতুন পোস্ট ঘিরে এখন এই প্রশ্নই ঘুরে বেড়াচ্ছে দর্শক মনে ৷ নীরজ পাণ্ডে পরিচালিত অ্যাকশন-থ্রিলারে ভরপুর সিরিজ 'স্পেশাল অপস'-এ এবার দেখা যাবে টোটাকে ৷ মঙ্গলবার সামাজিক মাধ্যমে নিজেই জানালেন খুশির খবর ৷

সোশাল মিডিয়ায় ক্ল্যাপবোর্ড হাতে নিয়ে একটি ছবি শেয়ার করেছেন তিনি ৷ পোস্টে লিখেছেন, "আ ওয়েনেসডে" ছবিটা দেখার পর থেকেই ওনার ফ্যান। তাই উনি যখন নিজে ফোন করে আমায় কাস্ট করলেন এবং শুধু তাই নয়, একটি আন্তর্জাতিক মানের সিরিজে (Special Ops 2) করলেন তখন আমার আপ্লুত,অভিভূত হওয়াটাই স্বাভাবিক। ধন্যবাদ স্যার, শ্রী নীরজ পান্ডে।" তবে এই সিরিজে অভিনেতাকে কোন ভূমিকায় দেখা যাবে, তা নিয়ে কোনও কিছু খোলসা করেননি টোটা ৷ অভিনেতাকে ফোন করা হলে তিনি জানিয়েছেন, এই বিষয়ে এই মুহূর্তে কিছু না বলাই শ্রেয় ৷ সময় হলেই সবটা সামনে আসবে ৷

ওটিটি প্ল্যাটফর্মে 2000 সালের 17 মার্চ 'র'-এর সদস্য হিম্মত সিং তথা কেকে মেননের সঙ্গে পরিচিত ঘটে দর্শকদের ৷ নীরজ পাণ্ডে পরিচালিত এই সিরিজ দর্শকমনে জায়গা করে নিতে খুব বেশি সময় নেয়নি ৷ দেশের শত্রুদের খুঁজে মারার দায়িত্ব হিম্মত সিং ও তাঁর টিম নিয়েছিলেন ৷ শুধু তাই নয়, গোয়েন্দা সংস্থার সদস্যদের সুরক্ষিত রাখার বড় দায়িত্বও পড়েছিল হিম্মত সিংয়ের কাঁধে ৷ সেখান থেকেই শুরু এই সিরিজের জার্নি ৷ বাকিটা ইতিহাস ৷ 8টি পর্ব ছিল এই সিরিজে ৷ কিন্তু হিম্মত সিংয়ের গল্প এই সিরিজে শেষ হয়েও হইল না শেষ ৷ তাই দর্শকদের অপেক্ষা ছিল পরবর্তী চমকের জন্য ৷

2021 সালে পরিচালক নীরজ দর্শকদের সামনে নিয়ে আসেন হিম্মত সিংয়ের গল্প, সামনে আসে তাঁর অতীত জীবন ৷ বন্ধুত্ব, প্রেম ও বদলা নেওয়ার টানটান গল্প চারটি এপিসোডে দর্শক মুগ্ধ হয়ে দেখেন ৷ কিন্তু সেটা ছিল 'স্পেশাল অপস 1.5' ৷ তাই বুঝতে অসুবিধা হয়নি, খুব তাড়াতাড়ি আসবে এর পরবর্তী সিজনও ৷ 2023-এ চলছে 'স্পেশাল অপস 2'-এর শুটিং পর্ব ৷ এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, এই সিরিজ চলতি বছরের শেষদিকে মুক্তি পেতে পারে ৷ এখন শুধু সময়ের অপেক্ষা ৷

ABOUT THE AUTHOR

...view details