হায়দরাবাদ, 20 সেপ্টেম্বর:শাহরুখের 'জওয়ান' একের পর এক মাইলস্টোন ভেঙে গুঁড়িয়ে নিজের রাস্তা তৈরি করতে শুরু করেছে প্রথম দিন থেকেই ৷ বিশেষত, বক্স অফিসে রীতিমতো ঝড় তুলে দিয়েছে ছবিটি ৷ প্রথম দিনেই 75 কোটি আয় করে ইতিহাস তৈরি করেছিল অ্যাটলির ব্লকবাস্টার ৷ আরও একবার বক্স অফিস কালেকশনের নিরিখে নতুন রেকর্ডের মুখে দাঁড়িয়ে 'জওয়ান' ৷ আসুন দেখে নেওয়া যাক, হিন্দি ভাষায় সবচেয়ে সফল ছবিগুলির তালিকার নিরিখে কোথায় দাঁড়িয়ে 'জওয়ান' ৷
শাহরুখের এই ছবি হিন্দি বলয়ে এখনও পর্যন্ত আয় করেছে 457.33 কোটি টাকা ৷ এমনটাই দাবি করেছে ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্ক ৷ এই তালিকায় সবার শীর্ষে রয়েছে শাহরুখের 'পাঠান' ছবিটি ৷ হিন্দি বলয়ে এই ছবির মোট আয় 524.09 কোটি টাকা ৷ গোটা দেশ মিলিয়ে অবশ্য 543 কোটিরও কিছু বেশি আয় করেছিল ছবিটি ৷ দ্বিতীয় স্থানে 'গদর 2' ৷ সানি দেওলের এই ছবি ইতিমধ্যেই 520.81 কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ৷ আর তালিকার তৃতীয় স্থানে রয়েছে প্রভাসের 'বাহুবলী 2' ৷ সারা ভারতে এই ছবির আয় ছিল 1030.42 কোটি ৷ আর ছবিটির হিন্দি ভার্সান আয় করেছিল 510.99 কোটি ৷