হায়দরাবাদ, 21 এপ্রিল:ক্রিকেটার থেকে রাজনীতিবিদ কিংবা অভিনেতা অনেকেই সরব হয়েছেন তাঁদের টুইটার অ্যাকাউন্টের ব্লু টিক হারানোর পর । ইতিমধ্যেই মজার ছলে বিষয়টির তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিগ বি । দক্ষিণের বিভিন্ন সেলিব্রিটি যেমন রজনীকান্ত, কমল হাসান, রামচরণ এবং আরও অনেকেই ব্লু টিক হারিয়েছেন । ইলন মাস্ক আগেই ঘোষণা করেছিলেন সাবস্ক্রিপশন সার্ভিস না নিলে নামের পাশ থেকে ব্লু টিক মুছে দেবে টুইটার কর্তৃপক্ষ ।
আর সেই কারণেই একের পর তারকাদের নামের পাশ থেকে সরিয়ে দেওয়া হয়েছে নীল টিক । তালিকায় যেমন রয়েছেন শাহরুখ খান, বিরাট কোহলির মতো তারকারা তেমনই রয়েছেন যোগী আদিত্যনাথ, মমতা বন্দ্যোপাধ্য়ায়, অভিষেক বন্দ্যোপাধ্য়ায়, মহুয়া মৈত্র এবং রাহুল গান্ধির মতো রাজনীতিবিদরাও । এবার এই তালিকায় যোগ হল রজনীকান্ত, কমল হাসান, রামচরণদের নামও । এরপর থেকে প্রতিমাসে তাঁদের নামের পাশে ব্লু টিক বজায় রাখতে হলে 8 ডলার করে দিতে হবে টুইটার কর্তৃপক্ষকে । কেউ কেউ যেমন এই নিয়ে লিখতে গিয়ে জানিয়েছেন পরিচিতি পাওয়ার জন্য় তাঁর পয়সা দিতে পারবেন না । তেমনই আবার কেউ ব্যঙ্গ করে লিখেছেন, 'বাই বাই ব্লু টিক' ।