হায়দরাবাদ, 24 জুলাই: উত্তম কুমার, বাংলার চিরাচরিত বিনোদনের দুনিয়ায় যিনি আজও রাজ করে চলেছেন মহানায়ক হিসাবেই ৷ 'দৃষ্টিদান' দিয়ে শুরু করে 1980 সাল পর্যন্ত 33 বছরে বাংলা-হিন্দি মিলিয়ে প্রায় দু'শোর বেশি ছবিতে অভিনয় করেছেন উত্তম কুমার। প্রথম ছবিতে মায়া মুখোপাধ্যায়, সর্বশেষ 'ওগো বধূ সুন্দরী'তে মৌসুমী চট্টোপাধ্যায়-সহ সর্বমোট 46 জন তাঁর নায়িকা হয়েছেন। আজ তাঁর 43তম মৃত্যুবার্ষিকীতে ফিরে দেখা যাক উত্তর কুমার ও তাঁর সেরা পাঁচ নায়িকা জুটি ৷
উত্তম-সুচিত্রা জুটি
বাংলা ছবির ইতিহাসে রোম্যান্টিক জুটি বললে প্রথমেই মাথায় আসে উত্তম-সুচিত্রার নাম ৷ 1953 সালে দর্শক প্রথমবার এই জুটিকে পায় সাড়ে চুয়াত্তর ছবি-তে ৷ 1954 সালে 'ওরা থাকে ওধারে' ছবি দিয়ে উত্তম-সুচিত্রা জুটি পাকাপাকিভাবে দর্শক হৃদয়ে স্থান করে নেয়। তিপান্নর যাত্রা পঁচাত্তরে গিয়ে 'প্রিয় বান্ধবী' দিয়ে শেষ হয়। 22 বছরে মুক্তি পেয়েছে উত্তম-সুচিত্রা জুটির সর্বমোট 31টি ছবি। যার মধ্যে সেরার তালিকায় রয়েছে 'অগ্নিপরীক্ষা', 'সপ্তপদী', 'হারানো সুর', 'পথে হল দেরি', 'সবার উপরে', 'সাগরিকা', 'শাপমোচন' ৷ উল্লেখ্য, 1954 সালে মুক্তি পেয়েছিল উত্তম কুমার অভিনীত 14টি ছবি, তার মধ্যে সাতটিই ছিল মহানায়িকা সুচিত্রার সঙ্গে জুটি বেঁধে।
উত্তম-সুপ্রিয়া জুটি
1959 সালে বাংলা ছবির দর্শক পেল উত্তম কুমারের সঙ্গে আর এক অভিনেত্রীকে ৷ তিনি সুপ্রিয়া দেবী ৷ যাঁর সঙ্গে জীবনের শেষ দিন কাটিয়েছিলেন মহানায়ক উত্তম কুমার ৷ সোনার হরিণ ছবিতে উত্তর কুমারের বিপরীতে মুখ্য চরিত্রে অভিনয় করেন সুপ্রিয়া দেবী ৷ তারপর একে একে 'উত্তর মেঘ' (1960), 'শুন বরনারি' (1962), 'কাল তুমি আলেয়া' (1965), 'বন পলাশির পদাবলী', 'সন্ন্যাসী রাজা', 'দুই পুরুষ', 'ভোলা ময়রা'-র মতো হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন অভিনেতা উত্তম কুমার ও সুপ্রিয়া দেবী ৷
উত্তম-সাবিত্রী জুটি
রূপোলি পর্দায় উত্তম কুমারের সঙ্গে চুটিয়ে অভিনয় করতে দেখা গিয়েছে আর এক অসামান্য অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়কে ৷ এই জুটি প্রায় 39টি হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের ৷ 'মৌচাক', 'গৃহদাহ', 'শেষ অঙ্ক', 'রাজা সাজা', 'মরুতীর্থ হিংলাজ', 'অবাক পৃথিবী'-র মতো কাল্ট ছবি আজও দর্শকের মনের মণিকোঠায় রয়ে গিয়েছে ৷