পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Year Ender 2022: হিন্দি হোক কিংবা বাংলা, রইল বাইশে প্রশংসিত সেরা 12 ওয়েব সিরিজের তালিকা - Top 12 web series of 2022

পঞ্চায়েত, দিল্লি ক্রাইম থেকে বাংলাদেশের কারাগার ৷ 2022-এ ওটিটি-তে মুক্তিপ্রাপ্ত প্রশংসিত ওয়েব সিরিজের সংখ্যা নেহাত কম নয় ৷ ইটিভি ভারত তার মধ্যে থেকেই বেছে নিল সেরা 12টি সিরিজ (Top 12 web series of 2022) ৷ এখনও না-দেখে থাকলে বছরশেষে আপনার জন্য বিঞ্জ-ওয়াচ হতে পারে প্রত্যেকটি ৷

Year Ender 2022
ফেলে আসা বছরে প্রশংসিত 12টি ওয়েব সিরিজ

By

Published : Dec 28, 2022, 8:43 PM IST

Updated : Dec 28, 2022, 9:03 PM IST

অতিমারি আবহে ছবির পাশাপাশি 'ওভার দ্য টপ' প্ল্যাটফর্মগুলিতে শুরু হয়েছিল ওয়েব সিরিজের রমরমা। অতিমারি দূর হলেও বিদায়ী বছরে ওয়েব সিরিজের পসার কমেনি এতটুকু। হিন্দি-বাংলা মিলিয়ে বেশ কিছু ওয়েব সিরিজ সিনেপ্রেমীদের মনে দাগ কেটে গিয়েছে 2022-এও । এমনই কয়েকটি নিয়ে ইটিভি ভারত তৈরি করে ফেলেছে ফেলে আসা বছরের সেরা 12 সিরিজের তালিকা (Top 12 web series of 2022)। আসুন দেখে নিই তালিকায় জায়গা করে নিল কারা...

রকেট বয়েজ
  • রকেট বয়েজ (Rocket Boys):

অভয় পান্নু পরিচালিত এই ওয়েব সিরিজটি মূলত একটি বায়োগ্রাফিক্যাল ড্রামা । মহাকাশ গবেষণার প্রাণপুরুষ বিক্রম সারাভাই এবং হোমি জাহাঙ্গীর ভাবা দেশের প্রথম মহাকাশযান তৈরিতে কীভাবে তাঁদের জীবন সঁপে দিয়েছিলেন, সেই কাহিনির কথাই বলে 'রকেট বয়েজ'। জিম সর্ভ, ঈশ্বর সিং অভিনীত সোনি লিভ-এর এই ওয়েব সিরিজ ব্যাপক সাড়া ফেলেছিল দর্শকমহলে।

মাঈ
  • মাঈ (Mai):

গত এপ্রিলে নেটফ্লিক্সে মুক্তি পাওয়া এই পারিবারিক থ্রিলার-ড্রামা বিদায়ী বছরের সেরা ওয়েব সিরিজগুলির একটি । মেয়ের খুনের বদলা নিতে এবং দোষীদের শাস্তি দিতে এক মায়ের বন্দুক হাতে তুলে নেওয়ার গল্প ফুটে উঠেছে 'মাঈ' সিরিজে । অনশয় লাল এবং অতুল মোঙ্গিয়া পরিচালিত সিরিজের মুখ্য চরিত্রে অভিনয় করে সিনেমহলে ব্যাপক প্রশংসিত হন সাক্ষী তানওয়ার । এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ওয়ামিকা গাব্বি, রাইমা সেন, প্রশান্ত নারায়ণ।

কারাগার
  • কারাগার (Karagar):

গত অগস্টে হইচই প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া 'কারাগার' বছরের সেরা বাংলা ওয়েব সিরিজ। আকাশনগর সেন্ট্রাল জেলে 145 নম্বর সেলে বন্দি এক আসামীর কাহিনি নিয়েই আবর্তিত এই সিরিজ । 50 বছর ধরে জেলের পরিত্যক্ত সেলে বন্দি সেই বোবা আসামীর দাবি আড়াইশো বছর ধরে জেলবন্দি সে। ইতিহাসখ্যাত মিরজাফরকে হত্যার অপরাধেই তাঁর এই কারাগারবাস। ওপার বাংলার পাশাপাশি সৈয়দ আহমেদ শওকি পরিচালিত এই সিরিজের মুখ্য চরিত্রে অভিনয় করে এপার বাংলারও মন জিতে নিয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরি । এছাড়াও অভিনয় করেছে ইন্তেখাব দিনার, আফজল হোসেন, তাসনিয়া ফারিন ।

ফোর মোর শটস প্লিজ 3
  • ফোর মোর শটস প্লিজ 3 (Four More Shots Please Season-3):

অ্যামাজনের এই ওয়েব সিরিজ প্রথম সিজন থেকেই জেন ওয়াই'য়ের ফেভারিট তালিকায় জায়গা করে নিয়েছে । প্রথম দু'টি সিজনের সাফল্যকে সঙ্গী করে যা তৃতীয় সিজনেও সাড়া ফেলেছে। 'ফোর মোর শটস প্লিজ-3' মুক্তি পেয়েছে গত অক্টোবরে । মুম্বই শহরে চার নারীর জীবনের ওঠাপড়া, সাফল্য-ব্যর্থতার গল্প বলে এই সিরিজ । নূপুর আস্থানা পরিচালিত এই সিরিজ ছক ভেঙেছে একাধিক জায়গায় । বছরশেষের ছুটিতে তাই আপনার বিঞ্জ-ওয়াচ হতে পারে কীর্তি কুলহারি, সায়নী গুপ্তা অভিনীত এই সিরিজ।

রুদ্র- দ্য এজ অফ ডার্কনেস
  • রুদ্র- দ্য এজ অফ ডার্কনেস (Rudra- The Edge of Darkness):

গত মার্চে ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাওয়া অজয় দেবগণ, রাশি খান্না, এষা গুপ্তা অভিনীত সিরিজ 2022-এর অন্যতম জনপ্রিয় ওয়েব সিরিজ । যা ব্রিটিশ ওয়েব সিরিজ 'লুথার'-এর রিমেক। ইনভেস্টিগেটিং অফিসার হিসেবে ওটিটি অভিষেকে সফল অজয় দেবগণ। পরিচালনায় রাজেশ মাপুসকর ।

আশ্রম- সিজন 3
  • আশ্রম- সিজন 3 (Ashram Season-3):

প্রথম সিজনের মতোই তৃতীয় সিজনেও ববি দেওল অভিনীত এমএক্স প্লেয়ার অরিজিনালসের এই ওয়েব সিরিজ ঘিরে আগ্রহ তুঙ্গে ছিল সিনেমহলের । ভণ্ড 'গডম্যান' বাবা নিরালার চরিত্রে ফের একবার দর্শককূলকে মোহিত করলেন ববি দেওল ৷ প্রকাশ ঝা-র পরিচালনায় আশ্রমের তৃতীয় সিজনে উপরি পাওনা এষা গুপ্তার উপস্থিতি ৷ সিরিজে ববি দেওলের সঙ্গে এষার ঘনিষ্ঠ দৃশ্য টক অফ দ্য টাউন হয়ে উঠেছিল ৷

গুল্লক- সিজন 3
  • গুল্লক- সিজন 3 (Gullak Season-3):

সোনি লিভ-এর এই পারিবারিক ড্রামা প্রথম সিজন থেকেই সিনেপ্রেমীদের মনের মণিকোঠায় স্থান করে নিয়েছে ৷ এপ্রিলে মুক্তি পাওয়া শ্রেয়াংশ পাণ্ডে পরিচালিত সিরিজটির তৃতীয় সংস্করণ একইভাবে বিনোদন জুগিয়েছে দর্শকদের ৷ যাতে সিরিজটিকে নির্দ্বিধায় বছরের অন্যতম সেরা বলা যায় ৷

মডার্ন লাভ মুম্বই
  • মডার্ন লাভ মুম্বই (Modern Love Mumbai):

মুম্বই শহরকে কেন্দ্র করে ছ'টি ভিন্ন গল্পকে একজায়গায় এনে চলতি বছর সিনেপ্রেমীদের পরিবেশন করে অ্যামাজন প্রাইম ৷ ছ'টি ভিন্ন গল্পের নির্মাতাও ছ'জন ভিন্ন পরিচালক ৷ রোম্যান্টিক, প্ল্যাটোনিক, সেক্সুয়াল, ফ্যামিলিয়াল, প্যারেন্টাল, ম্যারিটাল, প্যারেন্টাল, সেল্ফ লাভ সবকিছুই জায়গা পেয়েছে সেখানে ৷ প্রতীক গান্ধি, ফতিমা সানা শেখ, সারিকা, রণবীর ব্রার, আরশাদ ওয়ারসি, চিত্রাঙ্গদা সিং'য়ের অভিনয় দর্শকমহলে সিরিজটিকে বাড়তি জনপ্রিয়তা দিয়েছে ৷

শ্রীকান্ত
  • শ্রীকান্ত (Srikanta): সানি ঘোষ রায়ের পরিচালনায় হইচই প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া 'শ্রীকান্ত' 2022-এর অন্যতম সেরা বাংলা সিরিজ ৷ ঋষভ বসু, সোহিনী সরকার, মধুমিতা সরকার, পিয়ালি সেনগুপ্ত অভিনীত এই সিরিজ শরৎচন্দ্র চট্টোপাধ্য়ায়ের কালজয়ী উপন্য়াস 'রাজলক্ষ্মী ও শ্রীকান্ত'-এর মিউজিক্যাল অ্যাডপটেশন ৷
হিউম্যান
  • হিউম্যান (Human): ডিজনি প্লাস হটস্টারের এই মেডিক্যাল থ্রিলার বিদায়ী বছরের অন্যতম চর্চিত ওয়েব সিরিজ ৷ গরিব মানুষের উপর 'নিষিদ্ধ' ড্রাগ ট্রায়ালকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে সিরিজের কাহিনি ৷ চিকিৎসা জগতের অন্ধকার দিক সামনে এনে বছরের অন্যতম জনপ্রিয় ওয়েব সিরিজের তকমা আদায় করে নিয়েছে শেফালি শাহ, কীর্তি কুলহারি, বিশাল জেঠওয়া অভিনীত 'হিউম্যান' ৷
দিল্লি ক্রাইম 2
  • দিল্লি ক্রাইম 2 (Delhi Crime Season-2): প্রথম সিজনের প্রশ্নাতীত সাফল্যের পর দিল্লি ক্রাইম-এর দ্বিতীয় সংস্করণের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন ওয়েব সিরিজ প্রেমীরা ৷ নিরাশ করেনি রিচি মেহতা পরিচালিত নেটফ্লিক্সের এই সিরিজ ৷ নির্ভয়া-কাণ্ডে অপরাধীদের শাস্তির পরেও শহরে অপরাধের মাত্রা কমেনি এতটুকু , সিরিজের দ্বিতীয় সংস্করণ সেই কথাই বলে ৷ নিজ নিজ চরিত্রে অসাধারণ শেফালি শাহ, আদিল হুসেন, ডেনজিল স্মিথ, রসিকা দুগল ৷
পঞ্চায়েত- সিজন 2
  • পঞ্চায়েত- সিজন 2 (Panchayat Season-2): ভারতে সবচেয়ে চর্চিত ওয়েব সিরিজ বললেও বোধহয় কম বলা হয় না এটিকে ৷ সিরিজটির দ্বিতীয় সিজন মুক্তি পায় গত মে মাসে ৷ পছন্দের জায়গা ছেড়ে এক ইঞ্জিনিয়রের প্রত্যন্ত গ্রামে পঞ্চায়েত অফিসার পদে পাওয়া চাকরি এবং তাকে কেন্দ্র করে নানা সমস্যা ঘিরেই এগিয়েছে সিরিজের গল্প ৷ কিন্তু ফুলেরা শুধুই নিরাশ করেনি পঞ্চায়েত অফিসারকে, ফুলেরায় ইঞ্জিনিয়র পঞ্চায়েত অফিসারের জন্য অপেক্ষা করে ছিল নানা চমকও ৷ সবমিলিয়ে পঞ্চায়েত- সিজন 2'কে বছরের সেরা ওয়েব সিরিজ বললে অত্যুক্তি হয় না ৷
Last Updated : Dec 28, 2022, 9:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details