কলকাতা, 30 ডিসেম্বর: বিশ্বকাপ শেষ হয়েছে সবে ৷ এরইমধ্যে চিরঘুমে পেলে । ঠিক যেদিন মাতৃহারা হলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেদিনই আজীবনের মতো অতীত হয়ে গেলেন পেলে (Tollywood and Bollywood Paid Homage to Pele) । তাঁর ফুটবল জাদুকে ভালোবেসে আঁকড়ে ধরেনি কোন জাতি? 1977-এর 24 সেপ্টেম্বর কলকাতায় মোহনবাগানের বিরুদ্ধে কসমসের হয়ে খেলতে এসেছিলেন পেলে । তাঁর ভারতের মাটিতে পা রাখার দিনে জনপ্লাবনে ভেসেছিল কলকাতা ।
তখন বর্ষাকাল। খেলা হয়েছিল ইডেনে এঁটেল মাটিতে । কলকাতার ফুটবল কর্তাদের কপালে ভাঁজ পড়েছিল সকাল সকাল ৷ পেলে এমন মাটিতে খেলতে পারবেন কিনা তা নিয়েই তাঁরা সংশয়ে ছিলেন ৷ কিন্তু ঘটল ঠিক উল্টোটাই ৷ যে মাটিতে বাংলার ফুটবলাররাই খেলতে ভয় পেতেন সেখানেই দাপিয়ে বেড়ালেন পেলে । ম্যাচটা শেষ হয়েছিল 2-2 ফলে । সেদিন গ্যালারির বাইরে উপচে পড়ছিল মানুষের ভিড় । শুধু একটিবার ফুটবলের সম্রাটকে চোখের দেখা দেখতে চেয়েছিল মানুষ । পেলে এবং ব্রাজিল ফুটবল দলকে কেন্দ্রে রেখে তৈরি হয় ডকু ফিল্ম 'জায়েন্টস অফ ব্রাজিল'। সেখানে অভিনয় করতেও দেখা গিয়েছে পেলেকে ।
1977-এর পর পাক্কা 38 বছর পর ফের 2015 সালে কলকাতায় আসেন পেলে । সেদিনও জনজোয়ারে ভাসে ভালোবাসার শহর । এ শহর ভালোবাসতে জানে । অন্তর থেকে ভিন দেশের মানুষকেও নিয়ে যেতে পারে অন্দরমহলে । তার প্রমাণ একবার নয় বারবার দিয়েছে এবং আগামীতেও দেবে এই শহর । তার আরও এক বড় প্রমাণ আজ এই ভিনদেশি তারাকে হারিয়ে একইভাবে ভেঙে পড়েছে বাঙালি ।