কলকাতা, 5 ডিসেম্বর: তিলোত্তমার বুকে এখন চাঁদের হাট ৷ টাইগার থেকে মিস্টার ইন্ডিয়া, দাবাং গার্ল সোনাক্ষী সিনহা কে নেই বাংলায় সেটাই বড় প্রশ্ন ৷ উপলক্ষ্য একটাই, 'কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব'। 29তম বর্ষে কলকাতায় উৎসবের উদ্বোধনে হাজির হন অনিল কাপুর, শত্রুঘ্ন সিনহা, মহেশ ভাট এবং সলমন খানের মতো বলিউডের এক ঝাঁক তারকা ৷ টাইগার এবং মিস্টার ইন্ডিয়াকে নিয়ে স্বাভাবিকভাবেই উত্তেজনা তুঙ্গে ৷ বাংলার নায়িকারা রীতিমতো মেতে উঠলেন সকলেই ৷ সল্লু ভাইয়ের সঙ্গে ছবি তোলার ধুম পড়ে গেল রীতিমতো ৷ শ্রাবন্তী চট্টোপাধ্যায়, কৌশানি মুখোপাধ্যায়ের মতো আরও অনেকেই ছবি শেয়ার করেছেন ভাইজান ও অনিল কাপুরের সঙ্গে ৷
সৌরভ গঙ্গোপাধ্যায়কে এদিন বরণ করে নেন শ্রাবন্তী ৷ এরপর সৌরভ, সলমন এবং অনিল কাপুরের সঙ্গে তোলা ছবি তিনি শেয়ারও করেন নেটপাড়ায় ৷ ইনস্টাগ্রামে তিনি লেখেন, "শহরে টাইগারের আগমন ৷" সল্লু ভাইয়ের পাশে দাঁড়িয়ে ছবি শেয়ার করলেন কৌশানিও ৷ তিনি লেখেন, "সত্যিই স্বপ্ন সত্যি হওয়ার মুহূর্ত ৷ আক্ষরিক অর্থেই আমার কাছে আপনি স্বপ্নের পুরুষ ৷ যাঁরা বলে তাঁরা ঠিকই বলে, কত এল কত গেল টাইগার সবসময় টাইগারই থেকে যায় ৷"