পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Santanu Sen in Sukanya: মমতার আদলে তৈরি সুকন্যাতে ডিজির চরিত্রে সাংসদ শান্তনু সেন, জোর চর্চা সোশ্যালে

মমতা বন্দ্যোপাধ্যায়ের আদলে তৈরি সুকন্যাতে (Bengali film Sukanya) ডিজির চরিত্রে অভিনয় করবেন তৃণমূল সাংসদ শান্তনু সেন (Santanu Sen in Sukanya)৷ তাঁর চরিত্রের কিছু ছবি পোস্ট করতেই এই নিয়ে জোর চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় (TMC MP Santanu Sen to act as DG)৷

Santanu Sen in Sukanya ETV Bharat
ডিজির চরিত্রে সাংসদ শান্তনু সেন

By

Published : Feb 24, 2023, 5:26 PM IST

কলকাতা, 24 ফেব্রুয়ারি: চিকিৎসক-অভিনেতার অভাব নেই ইন্ডাস্ট্রিতে । শুভেন্দু চট্টোপাধ্যায় থেকে শুরু করে অমিতাভ ভট্টাচার্য, কমলেশ্বের মুখোপাধ্যায়, বিডি মুখোপাধ্যায় - প্রত্যেকেই এক একটি উজ্জ্বল নাম । আর এ বার এই তালিকায় নাম জুড়ল আরও একজনের ৷ ডা. শান্তনু সেন (Santanu Sen in Sukanya)। তাঁর অবশ্য আরও একটি পরিচয় রয়েছে । তিনি তৃণমূলের সাংসদও বটে । তিনি অভিনয় করতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্রেনচাইল্ড 'কন্যাশ্রী' প্রকল্প নিয়ে তৈরি বাংলা ছবি 'সুকন্যা'তে (TMC MP Santanu Sen to act as DG)।

মিশ্র প্রতিক্রিয়া নেট নাগরিকদের: এই ছবিতে (Bengali film Sukanya) তাঁর চরিত্রটি রাজ্যের ডিজিপির । সুতরাং খুবই সম্মানীয় একটি চরিত্রে অভিনয় করছেন তিনি । কিন্তু নিজের অভিনয়সত্তা ফুটিয়ে তোলার শুরুয়াতেই সোশ্যাল মিডিয়ায় চর্চা শুরু হল তাঁকে নিয়ে ৷ নিজের টুইটার হ্যান্ডেলে এই ফিল্মের কয়েকটি ছবি পোস্ট করেছেন শান্তনু সেন । তাঁর চরিত্র বিশ্লেষণ করে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন নেট নাগরিকরা । নানা কটূ কথা উগড়ে দিয়েছেন অনেকে । অনেকে আবার উৎসাহ দিয়েছেন । কিন্তু এক্কেবারে চুপ ডাক্তারবাবু । কোনও মন্তব্যে টুঁ শব্দ নেই তাঁর । পুলিশের উর্দিতে দিব্যি মানিয়েছে তাঁকে ।

এপ্রিলে 'সুকন্যা' মুক্তির সম্ভাবনা: মমতা বন্দ্যোপাধ্যায়ের (Film based on Mamata Banerjee) আদলে তৈরি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কনীনিকা বন্দ্যোপাধ্যায়কে । ছবিটিকে মুখ্যমন্ত্রীর বায়োপিক বলা যাবে না । বরং এখানে 'কন্যাশ্রী'ই আসল । এই প্রকল্পই গল্পের নায়িকা । সিঙ্গুরের জমি আন্দোলন ও রাজ্য সরকারের প্রকল্প কন্যাশ্রীকে কেন্দ্র করে এগোবে এই ছবি । জানা গিয়েছে, পরিচালক উজ্জ্বল মিত্রের এই ছবি জুড়ে থাকবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবন-সংগ্রামের নানা দিক । সব কিছু ঠিকঠাক থাকলে চলতি বছর এপ্রিলেই মুক্তি পাওয়ার কথা এই ছবির ।

ডিজির চরিত্রে সাংসদ শান্তনু সেন

আরও পড়ুন:সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কারে সম্মানিত বিক্রম ঘোষ

নারীর ক্ষমতায়নের গল্প: গল্পের দিকে তাকালে জানা যায়, অভাবের সংসারে রাজ্য সরকারের প্রকল্প এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহায্য পেয়েই দুর্গা নামে গ্রামের একটি মেয়ের আইপিএস অফিসার হওয়ার স্বপ্নপূরণ হয়েছে । এই দুর্গার ভূমিকায় থাকছেন শ্রেয়সী ঘোষ ।

মুখ্যমন্ত্রীর চরিত্রে কনীনিকা

মুখ্যমন্ত্রীর মতো সাদা শাড়িতে কনীনিকা: মুখ্যমন্ত্রীর আদলে তৈরি কনীনিকার চরিত্রের নাম মায়া চট্টোপাধ্যায় । ইতিমধ্যেই শহরের এক স্টুডিয়োতে শুরু হয়ে গিয়েছে এই ফিল্মের শ্যুটিং । সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সাদা শাড়ি আর হাওয়াই চপ্পলে ধরা দিলেন কনীনিকা । এই চরিত্র পেয়ে বেজায় খুশি অভিনেত্রী । কানাঘুষো শোনা যাচ্ছে যে, এই ছবিতে নাকি অভিনয় করতে দেখা যাবে স্বয়ং মুখ্যমন্ত্রীকেও ।

ABOUT THE AUTHOR

...view details