কলকাতা, 24 ফেব্রুয়ারি: চিকিৎসক-অভিনেতার অভাব নেই ইন্ডাস্ট্রিতে । শুভেন্দু চট্টোপাধ্যায় থেকে শুরু করে অমিতাভ ভট্টাচার্য, কমলেশ্বের মুখোপাধ্যায়, বিডি মুখোপাধ্যায় - প্রত্যেকেই এক একটি উজ্জ্বল নাম । আর এ বার এই তালিকায় নাম জুড়ল আরও একজনের ৷ ডা. শান্তনু সেন (Santanu Sen in Sukanya)। তাঁর অবশ্য আরও একটি পরিচয় রয়েছে । তিনি তৃণমূলের সাংসদও বটে । তিনি অভিনয় করতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্রেনচাইল্ড 'কন্যাশ্রী' প্রকল্প নিয়ে তৈরি বাংলা ছবি 'সুকন্যা'তে (TMC MP Santanu Sen to act as DG)।
মিশ্র প্রতিক্রিয়া নেট নাগরিকদের: এই ছবিতে (Bengali film Sukanya) তাঁর চরিত্রটি রাজ্যের ডিজিপির । সুতরাং খুবই সম্মানীয় একটি চরিত্রে অভিনয় করছেন তিনি । কিন্তু নিজের অভিনয়সত্তা ফুটিয়ে তোলার শুরুয়াতেই সোশ্যাল মিডিয়ায় চর্চা শুরু হল তাঁকে নিয়ে ৷ নিজের টুইটার হ্যান্ডেলে এই ফিল্মের কয়েকটি ছবি পোস্ট করেছেন শান্তনু সেন । তাঁর চরিত্র বিশ্লেষণ করে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন নেট নাগরিকরা । নানা কটূ কথা উগড়ে দিয়েছেন অনেকে । অনেকে আবার উৎসাহ দিয়েছেন । কিন্তু এক্কেবারে চুপ ডাক্তারবাবু । কোনও মন্তব্যে টুঁ শব্দ নেই তাঁর । পুলিশের উর্দিতে দিব্যি মানিয়েছে তাঁকে ।
এপ্রিলে 'সুকন্যা' মুক্তির সম্ভাবনা: মমতা বন্দ্যোপাধ্যায়ের (Film based on Mamata Banerjee) আদলে তৈরি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কনীনিকা বন্দ্যোপাধ্যায়কে । ছবিটিকে মুখ্যমন্ত্রীর বায়োপিক বলা যাবে না । বরং এখানে 'কন্যাশ্রী'ই আসল । এই প্রকল্পই গল্পের নায়িকা । সিঙ্গুরের জমি আন্দোলন ও রাজ্য সরকারের প্রকল্প কন্যাশ্রীকে কেন্দ্র করে এগোবে এই ছবি । জানা গিয়েছে, পরিচালক উজ্জ্বল মিত্রের এই ছবি জুড়ে থাকবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবন-সংগ্রামের নানা দিক । সব কিছু ঠিকঠাক থাকলে চলতি বছর এপ্রিলেই মুক্তি পাওয়ার কথা এই ছবির ।