হায়দরাবাদ, 16 মার্চ:বক্স অফিসে বেশ ভালোই সাড়া ফেলেছে রণবীর কাপুর-শ্রদ্ধা কাপুর জুটির রমকম ছবি 'তু ঝুঠি ম্যায় মক্কার' ৷ লভ রঞ্জন পরিচালিত এই ছবি প্রথম দিন থেকেই ভালো আয় করেছে বক্স অফিসে ৷ শুধু তাই নয়, 100 কোটির ক্লাবের দিকেও বেশ দ্রুত এগিয়ে চলেছে এই ছবি ৷ মুক্তির অষ্টম দিনে আয়ের নিরিখে 90 কোটি কালেকশনের দোরগোড়ায় রণবীরের নতুন ছবি ৷ খবর অনুযায়ী, অষ্টম দিনে এই ছবি আয় করেছে 5.60 কোটি টাকা (Tu Jhoothi Main Makkaar Box Office Collection)৷
অষ্টম দিনে বক্স অফিসে সর্বমোট আয়ের নিরিখে এই ছবি পৌঁছে গেল 87.91 কোটিতে ৷ সমালোচকদের আশা খুব তাড়াতাড়ি রণবীরের টিজেএমএম ঢুকে পড়বে 100 কোটির ক্লাবে ৷ প্রথম সপ্তাহের শেষে এই ছবির ঝুলিতে ছিল 70 কোটি টাকা ৷ যা বুধবার পর্যন্ত পৌঁছেছে প্রায় 88 কোটিতে ৷ তাই ট্রেড অ্যানালিস্টদের ধারনা ছবিটি এই সপ্তাহের শেষেই 100 কোটির ক্লাবে জায়গা করে নেবে ৷
এই রমকম ছবিতে রণবীরের অভিনয়, তাঁর কমিক টাইমিং বেশ সাবলীল লেগেছে সিনেপ্রেমীদের অনেকেরই ৷ একইসঙ্গে রণবীরের পাশে অনুভব সিং বাসিও ছিলেন বেশ প্রাণবন্ত ৷ এই স্ট্যান্ড আপ কমেডিয়ান নিজেকে খুব সুন্দর মানিয়ে নিয়েছেন রণবীর-শ্রদ্ধার পাশে ৷ শ্রদ্ধা কাপুরও ছিলেন ভীষণ স্বাচ্ছন্দ্য ৷ প্রথমবার পর্দায় একসঙ্গে স্ক্রিনশেয়ার করলেও রণবীরের সঙ্গে তাঁর কেমিস্ট্রি বেশ জমেছে ৷
আরও পড়ুন:স্বামী ও মায়ের সঙ্গে জন্মদিন কাটালেন আলিয়া, দেখুন ছবিতে
যদি এই সপ্তাহের শেষে এই ছবি একশো কোটির ক্লাবে ঢুকে পড়ে তাহলে প্যান্ডেমিকের পর টিজেএমএম হবে দ্বাদশ ভারতীয় ছবি, যা এই ক্লাবে জায়গা করে নেবে ৷ রণবীর 'ইয়ে জওয়ানি হ্য়ায় দিওয়ানি' ছবিতে অভিনয় করেছিলেন 2013 সালে ৷ তারপর আর সেভাবে রমকম ছবিতে অভিনয় করেননি তিনি ৷ কিন্তু এবার তিনি ফিরলেন স্বমহিমায় ৷ আর অন্য়দিকে চার বছর সিনেমা থেকে দূরে ছিলেন শ্রদ্ধাও ৷ তাই এই ছবির বক্স অফিস সাফল্য খুবই গুরুত্বপূর্ণ ছিল দুই স্টারের জন্য়ই ৷