মুম্বই, 14 ডিসেম্বর: সামনে এল পরিচালক লভ রঞ্জনের নতুন ছবির নাম ৷ রণবীর-শ্রদ্ধা জুটির এই নতুন ছবি নিয়ে ইতিমধ্য়েই আগ্রহ তুঙ্গে ৷ গতকালই নির্মাতারা ছবির নামের আদ্যাক্ষরগুলি সোশাল মিডিয়ায় পোস্ট করেন এবং জানান আজই ছবির নাম সামনে আনতে চলেছেন তাঁরা ৷ বুধবার নির্মাতা পোস্ট করলেন একটি অ্যানাউন্সমেন্ট ভিডিয়ো ৷ পোস্টের ক্য়াপশনে তাঁরা লেখেন, "এবং শিরোনামটি হল....দেখুন এখানে...৷" রণবীর ফ্য়ানেদের মাঝে এখন রীতিমতো ভাইরাল (Title of Ranbir Shraddha film revealed) ৷
ভিডিয়োতে জানানো হয়েছে ছবির নাম হতে চলেছে 'তু ঝুঠি ম্যায় মক্কার' ৷ 42 সেকেন্ডের এই ভিডিয়োতে একটি অদ্ভুত জগতের আভাস দেন নির্মাতারা ৷ ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলেছেন সুরকার প্রীতম বন্দ্যোপাধ্যায় ৷ গানের লিরিকের দায়িত্বে রয়েছেন অমিতাভ ভট্টাচার্য। তাঁর একটি গানের মধ্য়ে দিয়েই সামনে এসেছে ছবির নাম (Luv Ranjan Film with Ranbir Shraddha) ৷