পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Tiku Weds Sheru Poster: আবার বিয়ের পিঁড়িতে নওয়াজ, মুক্তি পেল 'টিকু ওয়েডস শেরু'র পোস্টার - আবার বিয়ের পিঁড়িতে নওয়াজ

মুক্তি পেল 'টিকু ওয়েডস শেরু' ছবির পোস্টার ৷ ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী এবং অভনীত কর ৷

Tiku Weds Sheru Release Date
মুক্তি পেল নওয়াজের টিকু ওয়েডস শেরু ছবির পোস্টার

By

Published : Jun 12, 2023, 9:14 PM IST

হায়দরাবাদ, 12 জুন:মুক্তি পেল নওয়াজেউদ্দিন সিদ্দিকীর নতুন কমেডি ড্রামা 'টিকু ওয়েডস শেরু' ছবির পোস্টার ৷ একইসঙ্গে সোমবার নির্মাতারা জানালেন ছবির মুক্তির দিনক্ষণ ৷ এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন সাই কবীর শ্রীবাস্তব ৷ তবে প্রেক্ষাগৃহে নয় সরাসরি ওটিটিতেই মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ এদিন যে পোস্টারটি সামনে এনেছেন নির্মাতারা তাতে পাশাপাশি বিয়ের সাজে দেখা গিয়েছে নওয়াজউদ্দিন এবং অভনীত কউরকে ৷ এই ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে কঙ্গনা রানওয়াতের মণিকর্ণিকা ফিল্মস ৷

জানা গিয়েছে, ছবিটি ওটিটিতে মুক্তি পেতে চলেছে চলতি মাসের শেষের দিকে ৷ এদিন ছবির অফিসিয়াল পোস্টার শেয়ার করে নওয়াজ লেখেন, "খুব তাড়াতাড়ি টিকু আর শেরু নিয়ে আসছে তাদের একেবারে অন্যরকম একটি প্রেমের কাহিনি ৷" এই ছবিতে নওয়াজের সঙ্গে এখন অভনীতের কেমিস্ট্রি কেমন জমে, সেটাই দেখার ৷

নওয়াজের শেষ দু'টি ছবি কিন্তু সেভাবে দাগ কাটতে পারেনি দর্শকদের মনে ৷ এর আগে নওয়াজের 'আফওয়া' ছবিটি তো একেবারেই মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে ৷ এমনকী নওয়াজ নিজেও তা স্বীকার করেছেন ৷ অন্যদিকে তাঁর শেষ ছবি ছিল 'যোগীরা সারা রারা' ৷ এই ছবিটিও তেমন ভাবে প্রেক্ষাগৃহে সাফল্য পায়নি ৷ সেই জন্যই সরাসরি ওটিটির পথ ধরল 'টিকু ওয়েডস শেরু'? এই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে ৷ কারণ এর আগেও হলে তেমন সাফল্য না-পাওয়া 'শেহজাদা' কিংবা 'সাবাশ মিঠু'র মতো ছবি কিন্তু ওটিটিতে বেশ সফল হয়েছে ৷ তাই হয়তো ওটিটি থেকে এবার লাভের মুখ দেখতে চাইছেন নির্মাতারা ৷

আরও পড়ুন:শরতের উপন্যাসে জুড়ল রবির গান, মুক্তি পেল 'দত্তা'র 'যদি তারে নাই চিনি গো...'

কবে মুক্তি পেতে চলেছে 'টিকু ওয়েডস শেরু' ৷ পোস্টার বলছে, আগামী 23 জুলাই থেকে স্ট্রিমিং শুরু হবে এই ছবির ৷ আগামিদিনে এই ছবির প্রযোজক কঙ্গনা রানাওয়াতের সঙ্গেই জুটি বাঁধতে চলেছেন নওয়াজ ৷ তাঁদের দু'জনকে একসঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে 'হাড্ডি' ছবিতে ৷ এ বছরই মুক্তি পেতে চলেছে এই ছবি ৷

ABOUT THE AUTHOR

...view details