মুম্বই, 13 জুন :অভিনেত্রী দিশা পাটানি এবং টাইগার শ্রফের সম্পর্ক নিয়ে বি-টাউনে গুঞ্জন আজকের নয় ৷ বলি তারকা টাইগার যে দিশার বিশেষ বন্ধু একথা কম বেশি সকলেরই জানা ৷ যদিও দু'জনের কেউই তাঁদের সম্পর্ক নিয়ে এখনও অফিসিয়ালি মুখ খোলেননি ৷ এরইমধ্যে সোমবার 30-এ পা দিলেন দিশা ৷ আর দিশার জন্মদিনে টাইগার তাঁকে শুভেচ্ছা জানাবেন, না তা কি হয় ?
বান্ধবীর জন্মদিনে ইনস্টা অ্যাকাউন্টে একটি বিশেষ পোস্ট শেয়ার করে দিশাকে শুভেচ্ছা জানালেন জ্যাকি শ্রফ-পুত্র (Tiger Shroff Wishes Disha Patani on her birthday sharing a special post) ৷ এদিন টাইগার তাঁর ইনস্টা স্টোরিতে যে ভিডিয়োটি শেয়ার করেছেন তাতে দেখা যাচ্ছে, দিশার সঙ্গে একটি ফ্লিপ অনুশীলন করছেন তিনি ৷ টাইগার-দিশা দু'জনেই সাঙ্ঘাতিক ফিটনেস ফ্রিক, সে কথাও অজানা নয় অনুরাগীদের ৷