পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Tiger Shroff Wishes Disha Patani : তিরিশে পা দিশার, স্পেশাল বার্তা 'বিশেষ বন্ধু' টাইগারের

আজ 30-এ পা দিলেন দিশা ৷ আর তাঁর এই জন্মদিনে টাইগার তাঁকে শুভেচ্ছা জানাবেন না তাও কি হয় (Tiger Shroff Birthday Wish to Disha Patani)? তাঁর ইনস্টা স্টোরিতে তাঁর ইনস্টা স্টোরিতে একটি ভিডিয়ো শেয়ার করে টাইগার লেখেন, "হ্যাপি বার্থ ডে অ্যাকশন হিরো ৷ আশা করি আগামীতে তুমি আরও উঁচুতে উড়ান দেবে ৷ আজ খুব সুস্বাদু খাবার খাও অ্যান্ড কিল ইট ৷"

Tiger Shroff Wishes Disha Patani
তিরিশে পা দিশার, স্পেশাল বার্তা জল্পনার প্রেমিক টাইগারের

By

Published : Jun 13, 2022, 3:37 PM IST

মুম্বই, 13 জুন :অভিনেত্রী দিশা পাটানি এবং টাইগার শ্রফের সম্পর্ক নিয়ে বি-টাউনে গুঞ্জন আজকের নয় ৷ বলি তারকা টাইগার যে দিশার বিশেষ বন্ধু একথা কম বেশি সকলেরই জানা ৷ যদিও দু'জনের কেউই তাঁদের সম্পর্ক নিয়ে এখনও অফিসিয়ালি মুখ খোলেননি ৷ এরইমধ্যে সোমবার 30-এ পা দিলেন দিশা ৷ আর দিশার জন্মদিনে টাইগার তাঁকে শুভেচ্ছা জানাবেন, না তা কি হয় ?

বান্ধবীর জন্মদিনে ইনস্টা অ্যাকাউন্টে একটি বিশেষ পোস্ট শেয়ার করে দিশাকে শুভেচ্ছা জানালেন জ্যাকি শ্রফ-পুত্র (Tiger Shroff Wishes Disha Patani on her birthday sharing a special post) ৷ এদিন টাইগার তাঁর ইনস্টা স্টোরিতে যে ভিডিয়োটি শেয়ার করেছেন তাতে দেখা যাচ্ছে, দিশার সঙ্গে একটি ফ্লিপ অনুশীলন করছেন তিনি ৷ টাইগার-দিশা দু'জনেই সাঙ্ঘাতিক ফিটনেস ফ্রিক, সে কথাও অজানা নয় অনুরাগীদের ৷

আজ 30-এ পা দিলেন দিশা ৷ আর তাঁর এই জন্মদিনে টাইগার তাঁকে শুভেচ্ছা জানাবেন না তাও কি হয়

আরও পড়ুন :জন্মদিনে দেখুন দিশার এমন 15টি লুুক, যা নেটিজেনদের চোখ কপালে তুলেছিল

ভিডিয়োটি শেয়ার করে টাইগার লেখেন, "হ্যাপি বার্থ-ডে অ্যাকশন হিরো ৷ আশা করি আগামীতে তুমি আরও উঁচুতে উড়ান দেবে ৷ আজ খুব সুস্বাদু খাবার খাও অ্যান্ড কিল ইট ৷"একইসঙ্গে হার্ট এবং ফায়ার ইমোজিও শেয়ার করেছেন তিনি ৷ অভিনয়ের ক্ষেত্রে বলতে গেলে আপাতত বেশ কয়েকটি কাজ রয়েছে দিশা পাটানির হাতে ৷ তাঁকে খুব শীঘ্রই 'যোদ্ধা', 'এক ভিলেন রিটার্নস' এবং 'কটিনা'-এর মত ছবিগুলির হাত ধরে বড়পর্দায় ফিরতে দেখা যাবে ৷

ABOUT THE AUTHOR

...view details