হায়দরাবাদ, 19 অক্টোবর: মুক্তির অপেক্ষায় 'গণপথ' ৷ অ্যাকশনে ভরপুর এই ছবিতে কৃতি শ্যানন ও অমিতাভ বচ্চনের সঙ্গে সায়েন্স-ফিকশন ছবিতে দেখা যাবে টাইগারকে ৷ তবে বৃহস্পতিবার অভিনেতা দিলেন নতুন চমক ৷ রোহিত শেট্টির কপ ইউনিভার্সের সদস্য হতে চলেছেন তিনি অর্থাৎ, টাইগার শ্রফ ৷ প্রকাশ্যে চরিত্রের নয়া ঝলক ৷ নতুন পুলিশ চরিত্রকে পর্দায় নিয়ে আসছেন পরিচালক রোহিত ৷
এদিন পরিচালক নিজের সোশাল মিডিয়ায় টাইগারের ছবি শেয়ার করেছেন ৷ লিখেছেন, "স্পেশাল টাস্ক ফোর্স অফিসার এসিপি সত্য-ও আসছে ৷ সত্যের মতো অমর ৷ টাইগার তোমাকে স্বাগত আমাদের স্কোয়াডে ৷" অভিনেতা টাইগার শ্রফ ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, "এসিপি সত্য রিপোর্টিং অন ডিউটি সিংঘম স্যার ৷" টাইগারের লুক একবারে চমকে দেওয়ার মতো ৷ রণবীর সিং তথা সিম্বা মন্তব্য করেছেন, "লেটস গেট ইট ব্রু ৷ এটাই গর্জন করার সময় ৷" তিনিও ছবি শেয়ার করে লিখেছেন, "সে সত্য, সে অমর ৷ স্পেশাল টাস্ক ফোর্স অফিসার রিপোর্টিং ফর ডিউটি ৷ দ্য স্পেশাল ওয়ান ৷ টাইগার দ্য (ফেনম) শ্রফ ৷"