হায়দরাবাদ, 20 অক্টোবর: বাংলা ছবির পাশাপাশি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে গণপথ: আ হিরো ইজ বর্ন ৷ সায়েন্স-ফিকশন এই ছবিতে টাইগার শ্রফ ও কৃতি শ্যাননকে যেমন দেখা গিয়েছে মারকাঠারি দৃশ্যে, তেমনই গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে অমিতাভ বচ্চনকেও ৷ ইন্ডাষ্ট্রি ট্রেকার স্যাকনিল্ক অনুযায়ী, বক্সঅফিসে মোটামুটি ভালো জার্নি শুরু করেছে গণপথ ৷ অন্যদিকে, এই ছবির জন্য সুপারস্টার রজনীকান্ত শুভেচ্ছা জানিয়েছেন টাইগার শ্রফকে ৷
একদিকে নবরাত্রি, অন্যদিকে দুর্গা পুজোর আনন্দ ৷ এই আবহে বিনোদনের মাত্রা আরও বাড়িয়ে দেয় ফিল্ম ইন্ডাষ্ট্রি ৷ 2250টি স্ক্রিনে মুক্তি পেয়েছে গণপথ ৷ 150 কোটি টাকার বাজেটে তৈরি এই ছবি পুজোর উইকএন্ডে ভালো ব্যবসা করবে আশা করা যায় ৷ কারণ আর কোনও হিন্দি ছবি মুক্তি পায়নি বক্সঅফিসে ৷ ফলে প্রতিযোগীতা না থাকায় এই ছবির প্রথম দিন ভালো ব্যবসা করেছে ৷ স্যাকনিল্ক অনুসারে, আশা করা হচ্ছে গণপথ মুক্তির প্রথম দিন আয় করতে পারে 4 কোটি টাকা ৷
অন্যদিকে, ছবি সাফল্য কামনা করে শুভেচ্ছা জানিয়েছেন সুপারস্টার রজনীকান্ত ৷ সোশাল মিডিয়া এক্স (টুইটার)-এ রজনীকান্ত লিখেছেন, "মন থেকে টাইগার শ্রফ ও ছবির পুরো টিমকে শুভেচ্ছা ৷ ছবি সফল হোক, এই কামনা করি ৷" থালাইভার আশীর্বাদ পেয়ে আপ্লুত টাইগার ও জ্যাকি শ্রফও ৷ টাইগার লেখেন, "অনেক সম্মান ও ভালোবাসা স্যার আপনার প্রতি ৷ আপনার এই আশীর্বাদ আমার কাছে অনেক বড় পাওনা ৷ অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে ৷" জ্যাকি শ্রফ লিখেছেন, "থালাইভা রজনী স্যার আমার পরিবারকে সাপোর্ট করার জন্য অনেক ধন্যবাদ ৷ আমার ভালোবাসা ও সম্মান আপনার প্রতি ও আপনার পরিবারের প্রতি ৷"
আরও পড়ুন: 'আমরা আলাদা হয়ে গিয়েছি'- শিল্পার সঙ্গে বিচ্ছেদ নাকি প্রোমোশনাল স্ট্র্যাটেজি রাজের ?
ছবিটি ঘিরে মুক্তির আগেই গুঞ্জন তৈরি হয় ৷ যদিও ছবির ট্রেলার মুক্তির পরেই তা সমালোচনার মুখে পড়ে ৷ যদিও মুক্তির পর গণপথ দেখে দর্শকরা অসাধারণ বলে উল্লেখ করেছেন ৷ কেউ লিখেছেন, "বলিউডের অ্যাকশন ছবি হিসাবে দারুণ ৷ পুরো আলাদাই লেগেছে টাইগারের অভিনয় ৷ কৃতি শ্যান লেডি কিলার ৷ দুজনকেই অসাধারণ লেগেছে স্ক্রিনে ৷ ক্লাইম্যাক্স দুর্দান্ত ৷" আবার কেউ লিখেছেন, "মোটামুটি ভালোই লেগেছে ৷ একবার দেখা যায় ৷ টাইগার-কৃতির কেমিষ্ট্রি ভালো ৷ অমিতাভ বচ্চনের স্কিন প্রেজেন্স ভালো ৷ নতুন কিছু হলে আরও ভালো লাগত ৷"