হায়দরাবাদ,13 সেপ্টেম্বর:পরিচালক সিদ্ধার্থ আনন্দ অপেক্ষা করে রয়েছেন তাঁর নতুন ছবি 'ফাইটার'-এর মুক্তির জন্য় ৷ এই ছবিতে তাঁর বাজি হৃতিক রোশন ৷ এও শোনা যাচ্ছে সিদ্ধার্থ নাকি হলিউডের ক্লাসিক ছবি 'ব়্যাম্বো'র একটি ভারতীয় রিমেকও বানাতে চলেছেন ৷ আর সেই ছবিতে জুটি হিসাবে তিনি বেছে নিতে পারেন টাইগার শ্রফ এবং জাহ্নবী কাপুরকে ৷ এই রিপোর্ট যদি সত্যি হয় তাহলে এই প্রথমবার অনস্ক্রিন জুটি বাঁধতে চলেছেন এই দুই তারকা ৷
সিদ্ধার্থ অবশ্য় এই ছবিটি বানাতে চেয়েছিলেন অনেক আগেই ৷ কিন্তু প্রায় 6 বছর ধরে ছবির প্রোডাকশনের কাজ কিছুই এগোয়নি ৷ সিদ্ধার্থ আসলে বানাতে চান একটি দুরন্ত অ্য়াকশন ড্রামা ৷ তার জন্য এটাই যে আদর্শ সময় তা বলাই বাহুল্য় ৷ 'কেজিএফ 2', 'পাঠান' এবং 'জওয়ান'-এর মতো ছবিগুলি যেভাবে সাফল্য পেয়েছে বক্স অফিসে তাতে আগামীতে সিদ্ধার্থের এই প্রজেক্টও যে সুপারহিট হতে পারে এই নিয়ে কোনও সন্দেহ নেই ৷
জাহ্নবী এবং টাইগার দু'জনেই ভীষণ ভালো বন্ধু কিন্তু তাঁরা কখনও একসঙ্গে কাজ করেননি ৷ যদিও টাইগার বা জাহ্নবীর চরিত্র ছবিতে কেমন হতে চলেছে তা নিয়ে অবশ্য় মুখে কুলুপ নির্মাতাদের ৷ সবকিছু ঠিকঠাক থাকলে পরের বছর জানুয়ারিতেই শুরু হবে এই ছবির প্রোডাকশনের কাজ ৷ আর তারপর শুরু লাইট ক্যামেরা অ্যাকশনের গল্প ৷ বিভিন্ন সংবাদ মাধ্য়মের খবর অনুযায়ী, নির্মাতাদের লক্ষ্য় হল এমন একজন ভারতীয় অ্যাকশন হিরোকে তৈরি করা যিনি সত্যিই বলিউডের অ্যাকশন সিকোয়েন্সের সংজ্ঞাটাই বদলে দিতে পারবেন ৷ বলাই বাহুল্য এর জন্য টাইগারের চেয়ে যোগ্য অভিনেতা খুঁজে পাওয়া মুশকিল ৷
আরও পড়ুন:তিন দিনের সব প্রচেষ্টায় ইতি! বোনকে হারালেন সাহেব চট্টোপাধ্যায়
ইন্ডিয়ান 'ব়্যাম্বো'র শুটিং হতে চলেছে বিদেশেই ৷ পুরো শুটিংটাই নাকি হতে চলেছে ইউরোপের বিভিন্ন দেশে ৷ স্বাভাবিকভাবেই এই ছবি নিয়ে আগ্রহ যে কয়েক গুণ বেড়ে গেল তা বলাই বাহুল্য ৷ জানা গিয়েছে, হাতের কাজ শেষ করেই এই ছবির কাজে মন দেবেন জাহ্নবী এবং টাইগার ৷