মুম্বই, 22 ফেব্রুয়ারি:বদলে গেল অমিতাভ বচ্চন, টাইগার শ্রফ এবং কৃতি স্য়ানন অভিনীত 'গঁণপথ পার্ট 1' ছবির মুক্তির তারিখ ৷ বুধবার ছবির টিজার শেয়ার করে এমনটাই জানালেন টাইগার ৷ অ্যাকশন হিরো টাইগারকে এখানে দেখা যাবে চেনা ছন্দে ৷ 2021 সালে শুরু হয়েছিল এই ছবির শ্যুটিং ৷ প্রথমে নির্মাতারা জানিয়েছিলেন 2022 সালে মুক্তি পাবে এই ছবি ৷ তবে তা শেষ পর্যন্ত সম্ভব হয়নি (Tiger Amitabh New Film Ganapath)৷
বিশেষত, 'হিরোপান্তি 2' ছবি মুখ থুবড়ে পরার পর অনুরাগীরা নিশ্চয়ই চাইবেন বড় কামব্যাক করুন তাঁদের প্রিয় অ্যাকশন হিরো ৷ তাঁদের সেই স্বপ্ন সফল হবে কি না, তা বলে দেবে সময় ৷ তবে আপাতত জ্যাকি শ্রফ-পুত্রের পরবর্তী ছবিমুক্তির দিন পাকা হয়ে গেল ৷ বুধবার টাইগার যে ভিডিয়োটি শেয়ার করেছেন তাতেই দেখা যায় তাঁর হাতের শিরায় ফুটে উঠছে মুক্তির দিনক্ষণ ৷ আর সেখানে লেখা 20.10.23 ৷ অর্থাৎ অক্টোবরের 20 তারিখ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি ৷