পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Tiger 3 Trailer: দেশ না পরিবার, কাকে বাঁচাবে টাইগার-জোয়া! নতুন মিশন নিয়ে হাজির 'টাইগার 3' - টাইগার 3

প্রকাশ্যে 'টাইগার 3'-এর ট্রেলার ৷ সলমন খান, ক্যাটরিনা কাইফ আরও একবার মিশনে ৷ তবে এবার র-এর জন্য নয় ৷ ব্যক্তিগত লড়াইয়ে নেমেছেন টাইগার-জোয়া ৷

Etv Bharat
'টাইগার 3' ট্রেলার

By ETV Bharat Bangla Team

Published : Oct 16, 2023, 12:41 PM IST

হায়দরাবাদ, 16 অক্টোবর: উত্তেজনা জিইয়ে রেখে ফের একবার সিনে পর্দায় ঝড় তুলতে হাজির টাইগার তথা সলমন খান ৷ সোমবার ঠিক দুপুর বারোটায় যশ রাজ ফিল্মসের ইউটিউব চ্যানেলে প্রকাশ্যে এল 'টাইগার 3' ট্রেলার ৷ সেই জোয়া-টাইগারের যুগলবন্দি অ্যাকশন আরও একবার সিলভার স্ক্রিনে ৷ তবে এবার দেশের জন্য নয়, ব্যক্তিগত কারণে সম্মুখ সমরে টাইগার ৷

সোশাল মিডিয়ায় সলমন খান ট্রেলারের ঝলক শেয়ার করে লিখেছেন, "'টাইগারের সঙ্গে শত্রুতা করা উচিত নয় ৷ তাহলে ভুগতে হবে ৷ এবারের লড়াইটা ব্যক্তিগত ৷ 12 নভেম্বর মুক্তি পাবে টাইগার ৷"

অভিনেত্রী ক্যাটরিনা কাইফ লিখেছেন, "এই মিশনে কোনও নিয়ম নেই ৷ কারণ এবারের লড়াই ব্যক্তিগত ৷ ধৈর্য্য ধরুন, টাইগার আর জোয়া ফিরে এসেছে ৷"

কিছুদিন আগেই ছবির টিজার দর্শকদের মধ্যে উত্তেজনা তৈরি করেছিল ৷ দেশ ও পরিবারকে রক্ষা করতে টাইগার-জোয়ার লড়াইয়ে ছোট্ট ঝলক জানান দিয়েছিল, এবারের আহত টাইগার আরও ভয়ঙ্কর হতে চলেছে ৷ হলও তাই ৷

ট্রেলারে শুরুতে শোনা যায়, এক মহিলা বলছেন, "দেশের শান্তি ও শত্রুতের মাঝে দূরত্ব ঠিক কতটা? মাত্র একজন মানুষ সমান দূরত্ব৷" এরপরেই শোনা যায়, এক ব্যক্তির গলা ৷ তিনি বলেন, "প্রত্যেকটা মানুষের জীবনে সবচেয়ে দামি জিনিস হল তাঁর পরিবার, স্ত্রীর ভালোবাসা, সন্তানের খুশি ৷ টাইগার তুমি সবকিছু কেড়ে নিয়েছো আমার কাছ থেকে ৷ এবার আমিও সবকিছু কেড়ে নেব ৷ তুমি হারাবে তোমার পরিবার-দেশ সবকিছু ৷" গলার স্বর শুনেই বোঝা গিয়েছে ইনি আর কেউ নন, ইমরান হাশমি ৷

আরও পড়ুন: বিনোদনের মাত্রা বাড়াতে বিগ বসের ঘরে কমেডিয়ান মুনাওয়ার ফারুকি

ব্যক্তিগত এই লড়াইয়ে র-এর বন্ধুদের ফের একবার ডেকে পাঠান টাইগার ৷ দেশ না পরিবার কাকে বাঁচাবে টাইগার? প্রশ্ন সেখানেই ৷ মণীশ শর্মা পরিচালিত টাইগার 3-তে সেই অ্যাকশন ও ধামাকাদার পারফরম্যান্স নিয়ে হাজির সলমন খান, ক্যাটরিনা কাইফ ও ইমরান হাশমি ৷

ABOUT THE AUTHOR

...view details