মুম্বই, 13 এপ্রিল : বলিউডের করণ-অর্জুন আবারও আসছেন পর্দা কাঁপাতে। ভাইজান ও বাদশাকে শেষবার দেখা গিয়েছে 'পাঠান' ছবির অ্যাকশন দৃশ্যে। সেই ছবির রেশ ধরেই আবারও সলমন ও শাহরুখ তৈরি হচ্ছেন পরবর্তী অ্যাকশন সিকোয়েন্সের জন্য । খুব শীঘ্রই 'টাইগার থ্রি'-র একটি মারপিটের দৃশ্যের শুটিং শুরু হতে চলেছে । শোনা যাচ্ছে, এই অ্যাকশন সিকোয়েন্সের জন্য নাকি পরিচালক থাকতে চলেছেন তিনজন ।
2012-র 'এক থা টাইগার', 2017-র 'টাইগার জিন্দা হ্যায়'-এর, সুপার সাকসেসের পর আসতে চলেছে সলমন খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত 'টাইগার থ্রি' । ছবিতে এবারে খলনায়ক হিসাবে ভাইজানের মুখোমুখি হবেন ইমরান হাসমি । মণীশ শর্মা পরিচালিত 'টাইগার থ্রি'-র একটি অ্যাকশন দৃশ্যেই পর্দায় দেখা যাবে দুই খানকে । কিছুদিন আগেই জানা গিয়েছিল, শুটিংয়ের জন্য মুম্বইয়ে বিশাল বড় সেট তৈরি হয়েছে । যা তৈরি করতেই প্রায় একমাসের ওপর সময় লেগেছে। এবার শোনা গিয়েছে, ধামাকাদার এই সিনের জন্যই নাকি তিনজন অ্যাকশন ডিরেক্টরকে মনোনীত করা হয়েছে । পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে খুঁজে এনে অবশেষে, ফ্রাঞ্জ স্পিলহাউস, পারভেজ শেখ ও শে ইয়ং-এর কাঁধে ব্লকব্লাস্টার এই ছবির অ্যাকশন সিকোয়েন্স ডিরেক্ট করার দায়িত্ব পড়েছে ।