পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

SRK-Salman Tiger 3: 'টাইগার থ্রি'তে শাহরুখ-সলমন অ্যাকশন, 3 পরিচালক মিলে সাজাচ্ছেন অ্যাকশন দৃশ্য - ভাইজান ও বাদশা

চলতি মাসেই শুরু হতে চলেছে 'টাইগার থ্রি'-ছবির অ্যাকশন দৃশ্যের শুটিং । সলমন খান ও শাহরুখ খানের ব্লকব্লাস্টার সিনের জন্য মুম্বইয়ে তৈরি বিশাল বড় সেট ।

SRK-Salman Tiger 3
অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে শাহরুখ-সলমন

By

Published : Apr 13, 2023, 6:52 PM IST

মুম্বই, 13 এপ্রিল : বলিউডের করণ-অর্জুন আবারও আসছেন পর্দা কাঁপাতে। ভাইজান ও বাদশাকে শেষবার দেখা গিয়েছে 'পাঠান' ছবির অ্যাকশন দৃশ্যে। সেই ছবির রেশ ধরেই আবারও সলমন ও শাহরুখ তৈরি হচ্ছেন পরবর্তী অ্যাকশন সিকোয়েন্সের জন্য । খুব শীঘ্রই 'টাইগার থ্রি'-র একটি মারপিটের দৃশ্যের শুটিং শুরু হতে চলেছে । শোনা যাচ্ছে, এই অ্যাকশন সিকোয়েন্সের জন্য নাকি পরিচালক থাকতে চলেছেন তিনজন ।

2012-র 'এক থা টাইগার', 2017-র 'টাইগার জিন্দা হ্যায়'-এর, সুপার সাকসেসের পর আসতে চলেছে সলমন খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত 'টাইগার থ্রি' । ছবিতে এবারে খলনায়ক হিসাবে ভাইজানের মুখোমুখি হবেন ইমরান হাসমি । মণীশ শর্মা পরিচালিত 'টাইগার থ্রি'-র একটি অ্যাকশন দৃশ্যেই পর্দায় দেখা যাবে দুই খানকে । কিছুদিন আগেই জানা গিয়েছিল, শুটিংয়ের জন্য মুম্বইয়ে বিশাল বড় সেট তৈরি হয়েছে । যা তৈরি করতেই প্রায় একমাসের ওপর সময় লেগেছে। এবার শোনা গিয়েছে, ধামাকাদার এই সিনের জন্যই নাকি তিনজন অ্যাকশন ডিরেক্টরকে মনোনীত করা হয়েছে । পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে খুঁজে এনে অবশেষে, ফ্রাঞ্জ স্পিলহাউস, পারভেজ শেখ ও শে ইয়ং-এর কাঁধে ব্লকব্লাস্টার এই ছবির অ্যাকশন সিকোয়েন্স ডিরেক্ট করার দায়িত্ব পড়েছে ।

এর আগে যশ রাজ ফিল্মস প্রযোজিত, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত 'পাঠান' ছবিতে শাহরুখ খানের মিশনে অংশ নিয়েছিলেন সলমন। ট্রেনের ভিতরে পাঠানকে বাঁচাতে হাজির হয়েছিলেন টাইগার। ছবির সেই দৃশ্যে প্রেক্ষাগৃহ মুখর হয়ে উঠেছিল অনুরাগীদের সিটি আর হাততালিতে। বেশ কয়েক মিনিটের এই দৃশ্যতেই বাদশা ও ভাইজান বুঝিয়ে দিয়েছিলেন, দেশকে বাঁচতে আবারও যে কোনও মিশনে একসঙ্গে হাজির হতে পারেন তাঁরা । পর্দার টাইগার তো বলেই দিয়েছিলেন, তাঁর পরবর্তী মিশনে সাহায্য চান বন্ধু পাঠানের। কথা দিয়ে কথা রাখতে চলেছেন বাদশা। আর এবারের সেই অ্যাকশন দৃশ্য হবে আরও ধামাকাদার ।

আরও পড়ুন : আন্তর্জাতিক প্রসাধনী সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর সুহানা, অভিনন্দন শাহরুখের

সূত্রের খবর, দর্শকরাও যাতে পর্দায় সেই দৃশ্য চেটেপুটে উপভোগ করতে পারেন তার জন্যই পৃথিবীর সেরা তিনজন অ্যাকশন ডিরেক্টরকে নেওয়া হয়েছে ছবিতে। উল্লেখ্য, চলতি মাসেই এই দৃশ্যের শুটিং শুরু করতে চলেছেন সলমন ও শাহরুখ । প্রায় সাতদিন ধরে মুম্বইয়ের এক সেটে চলবে অ্যাকশন সিকোয়েন্সের শুটিং। চলতি বছরের দিওয়ালিতেই হিন্দির পাশাপাশি তামিল ও তেলুগুতে মুক্তি পাবে 'টাইগার থ্রি'।

ABOUT THE AUTHOR

...view details