হায়দরাবাদ, 22 নভেম্বর:দেশ-বিদেশ মিলিয়ে 400 কোটির ক্লাবে জায়গা করে নিল সলমন খানের 'টাইগার 3' ৷ যশরাজ ফিল্মসের এই ছবির হাত ধরে বক্স অফিসে হারানো স্থান আবার ফিরে পেতে পারেন ভাইজান এমনটা আশা করেছিলেন অনেকেই ৷ 'ভারত', 'রাধে তেরা মোস্ট ওয়ান্টেড ভাই' থেকে 'কিসি কি ভাই কিসি কা জান' বলিউডে সলমনের সময়টা ভালো যাচ্ছিল না একেবারেই ৷ তাঁর চমক, চোখা চোখা সংলাপ আর অ্যাকশনেও হলে হাততালি তুলতে পারেনি ৷ 'টাইগার 3' ছবির হাত ধরে চাকা ঘুরতে চলেছে এমনই দাবি করেছিলেন বিশেষজ্ঞরা ৷
সিনে সমালোচক তরণ আদর্শও লিখেছিলেন, 'ম্যাসিভ হিট' হতে চলেছে এই ছবি ৷ ফলে গেল সেই ভবিষ্যতবাণী ৷ পরিচালক মনীশ শর্মার এই ছবি বিশ্বকাপের জনপ্রিয়তার মাঝেও তুলে ফেলল 400 কোটি টাকা ৷ দশম দিন কাটতে না কাটতেই ভারতে 298 কোটি টাকা তুলে ফেলল এই ছবি ৷ আর বিদেশে ছবির আয় দাঁড়িয়েছে 102 কোটি টাকা ৷
দশম দিনে ভারতে এই ছবির আয় দাঁড়িয়েছে 6.27 কোটি টাকা ৷ যদিও দারুণ শুরু করেছিল এই ছবি ৷ প্রথম দিন 'টাইগার 3' খাতা খুলেছিল 45 কোটি টাকা দিয়ে ৷ তারপর থেকে 'পাঠান' বা 'জওয়ান' ছবির মতো আয় ধরে রাখতে পারেনি ছবিটি ৷ তবে সলমনের আগের ছবিগুলির তুলনায় এই ছবির আয় যে বেশ ভালো ৷ প্রায় 300 কোটির বাজেট নিয়ে তৈরি হয়েছে 'টাইগার 3' ৷ তাই বাজেটের নিরিখে ছবিকে হিট বলাই যায় ৷