হায়দরাবাদ, 6 নভেম্বর: এই দিওয়ালিতে বক্স অফিসেও ধামাল দেখাবে 'টাইগার 3', প্রথমদিনের টিকিটের অ্যাডভান্স বুকিং বলছে তেমনটাই ৷ 12 নভেম্বর তারিখ মুক্তি পাচ্ছে সলমন খান, ক্যাটরিনা কাইফ ও ইমরান হাশমির 'টাইগার 3' ৷ শুরু হয়ে গিয়েছে ছবির অ্যাডভান্স বুকিং ৷ স্যাকনিল্কের তথ্য অনুসারে মনে করা হচ্ছে, বছরের থার্ড-হাইয়েস্ট অ্যাডভান্স কালেকশন হতে চলেছে 'টাইগার 3'-র ৷ অগ্রিম বুকিং অনুযায়ী ভারতে প্রথমদিন এই ছবির কালেকশন হতে পারে 4.2 কোটি টাকা ৷
অ্যাডভান্স বুকিংয়ের দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে ভাইজানের টাইগার ৷ এর আগে শাহরুখ খানের জওয়ান ও পাঠান আগাম টিকিট বুকিংয়ের দিক থেকে রয়েছে প্রথম ও দ্বিতীয় স্থানে ৷ প্রথম দিনে টাইগার ছবির 7 হাজার 392 স্ক্রিন মিলিয়ে টিকিট বিক্রি হয়েছিল 1 লক্ষ 42 হাজার টাকার ৷ স্পাই ইউনিভার্সের অন্তর্গত যশরাজ ফিল্মসের ছবি 'টাইগার 3' এই ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় কিস্তি ৷ টাইগার 3-র হিন্দি 2ডি শো'য়ের টিকিট বিক্রি হয়েছে 1 লাখ 38 হাজার 804টি ৷ প্রেক্ষাগৃহের সংখ্যা মোট 7 হাজার 231টি ৷ অন্যদিকে হিন্দি আইম্যাক্স 2ডি-তে 109টি প্রেক্ষাগৃহে টিকিট বিক্রি হয়েছে 2 হাজার 713টি ৷ যেখানে 'জওয়ান' রেকর্ড তৈরি করেছিল ৷ 24 ঘণ্টায় 'জওয়ান'-এর প্রথম দিনের টিকিট বিক্রি হয়েছিল প্রায় দেড় লক্ষ ৷