পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Tiger 3 Advance Booking: অ্যাকশন দৃশ্যে প্রেক্ষাগৃহ মাতাবেন ক্যাট, অ্যাডভান্স বুকিংয়ে ঝড় টাইগারের - টাইগার ছবির অ্যাডভান্স বুকিং

দিওয়ালিতে মুক্তি পাবে সলমন-ক্যাটরিনার টাইগার-3 ৷ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ছবির অ্যাডভান্স বুকিং ৷ বক্সঅফিসে প্রথমদিনেই ভালো ফল করবে এই ছবি, আশা করছে টাইগার টিম ৷

Etv Bharat
টাইগার-3 অ্যাডভান্স বুকিং

By ETV Bharat Bangla Team

Published : Nov 6, 2023, 5:21 PM IST

হায়দরাবাদ, 6 নভেম্বর: এই দিওয়ালিতে বক্স অফিসেও ধামাল দেখাবে 'টাইগার 3', প্রথমদিনের টিকিটের অ্যাডভান্স বুকিং বলছে তেমনটাই ৷ 12 নভেম্বর তারিখ মুক্তি পাচ্ছে সলমন খান, ক্যাটরিনা কাইফ ও ইমরান হাশমির 'টাইগার 3' ৷ শুরু হয়ে গিয়েছে ছবির অ্যাডভান্স বুকিং ৷ স্যাকনিল্কের তথ্য অনুসারে মনে করা হচ্ছে, বছরের থার্ড-হাইয়েস্ট অ্যাডভান্স কালেকশন হতে চলেছে 'টাইগার 3'-র ৷ অগ্রিম বুকিং অনুযায়ী ভারতে প্রথমদিন এই ছবির কালেকশন হতে পারে 4.2 কোটি টাকা ৷

অ্যাডভান্স বুকিংয়ের দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে ভাইজানের টাইগার ৷ এর আগে শাহরুখ খানের জওয়ান ও পাঠান আগাম টিকিট বুকিংয়ের দিক থেকে রয়েছে প্রথম ও দ্বিতীয় স্থানে ৷ প্রথম দিনে টাইগার ছবির 7 হাজার 392 স্ক্রিন মিলিয়ে টিকিট বিক্রি হয়েছিল 1 লক্ষ 42 হাজার টাকার ৷ স্পাই ইউনিভার্সের অন্তর্গত যশরাজ ফিল্মসের ছবি 'টাইগার 3' এই ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় কিস্তি ৷ টাইগার 3-র হিন্দি 2ডি শো'য়ের টিকিট বিক্রি হয়েছে 1 লাখ 38 হাজার 804টি ৷ প্রেক্ষাগৃহের সংখ্যা মোট 7 হাজার 231টি ৷ অন্যদিকে হিন্দি আইম্যাক্স 2ডি-তে 109টি প্রেক্ষাগৃহে টিকিট বিক্রি হয়েছে 2 হাজার 713টি ৷ যেখানে 'জওয়ান' রেকর্ড তৈরি করেছিল ৷ 24 ঘণ্টায় 'জওয়ান'-এর প্রথম দিনের টিকিট বিক্রি হয়েছিল প্রায় দেড় লক্ষ ৷

সিনে সমালোচক সুমিত কাদেল অ্যাডভান্স বুকিং থেকে আশা করেছেন যে, 'টাইগার 3' মুক্তির প্রথম দিনেই ঝুলিতে ভরতে পারে 40 কোটি বা তার কিছু বেশি টাকা ৷ এই ছবির অ্যাডভান্স বুকিং শুরু হয়েছিল শনিবার, 4 নভেম্বর ৷ ছবিতে এবার টাইগার শুধু দেশের জন্য নয়, লড়বেন নিজের পরিবারের জন্যও ৷

অন্যদিকে, ক্যাটরিনা কাইফ সোশাল মিডিয়ায় 'টাইগার 3'-তে অ্যাকশন সিকোয়েন্স শেয়ার করেছেন ৷ এই ছবিতে অ্যাকশনের জন্য নিজেকে ফিট রাখতে তিনি কী কী করেছেন, তা অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন ৷ ভিডিয়ো ও ছবি শেয়ার করে ক্যাটরিনা ক্যাপশনে লিখেছেন, "টাইগার ছবির শুটিং করার সময় আমি সব সীমা পেরিয়ে গিয়েছি ৷ কেউ আমাকে বলেছিলেন, ব্যথা-যন্ত্রণা একটা অনুভূতি মাত্র ৷ একে ভয় পেয়ো না ৷ যন্ত্রণা থেকে পালিয়ে যেও না ৷ অনেক সময় ক্লান্ত হয়ে পড়লেও আমি নিজেকে নিজে চ্যালেঞ্জ করেছি ৷ ট্রেনিং চলাকালীন নিজের অল্টার ইগোর সঙ্গে লড়াই করেছি ৷ এই পরিশ্রম দিয়ে কাজ করলে সফলতা আসবেই ৷ তাই কেমন লাগে আপনাদের, তা জানার অপেক্ষায় রইলাম ৷"

আরও পড়ুন:ছোট পোশাকে স্পষ্ট বক্ষ বিভাজিকা, রশ্মিকার ভাইরাল ভিডিয়োয় আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ বিগ বি'র

ABOUT THE AUTHOR

...view details