ওয়াশিংটন, 7 জুলাই: 2010 সালে প্রয়াত পপ কিংবদন্তি মাইকেল জ্যাকসনের বেশ কিছু গান নিয়ে একটি মরনোত্তর সংকলন তৈরি হয়েছিল । যার নাম ছিল 'মাইকেল' ৷ সেই সংকলনের তিনটি গানকে কেন্দ্র করে আগেই সামনে এসেছিল গুরুতর অভিযোগ ৷ অভিযোগ উঠেছিল 'ব্রেকিং নিউজ,' 'মনস্টার' এবং 'কিপ ইওর হেড আপ' শিরোনামের এই তিনটি গানে আদৌ গলা দেননি জ্যাকসন (Michael Jackson Songs Controversy) ৷ এবার এই শোরগোলের মধ্যে গানগুলির স্ট্রিমিং বন্ধ করার সিদ্ধান্ত নিল জ্যাকসন এস্টেস্ট এবং সনি মিউজিক ৷
মঙ্গলবার অর্থাৎ গত 5 জুলাই জ্যাকসন এস্টেস্ট এবং সোনি মিউজিকের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে , “দ্য এস্টেট অফ মাইকেল জ্যাকসন এবং সোনি মিউজিক 2010 সালের অ্যালবাম মাইকেল থেকে 'ব্রেকিং নিউজ,' 'মনস্টার' এবং 'কিপ ইওর হেড আপ' ট্র্যাকগুলি সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে ৷ এই ট্র্যাকগুলি নিয়ে যে শোরগোল তৈরি হয়েছে তা এড়াতে এটাই সবচেয়ে ভাল উপায় ৷"