পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Rabindra Nath Tagore Movie: রবীন্দ্রজয়ন্তীতে প্রদর্শিত হবে পরিচালক পাবলো সিজারের 'থিংকিং অফ হিম' - পরিচালক পাবলো সিজারের থিংকিং অফ হিম

কবিগুরুর 162তম জন্মবার্ষিকী তথা রবীন্দ্র জয়ন্তীতে দিল্লির 'ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টার'-এ প্রদর্শিত হবে ইন্দো-আর্জেন্তিনার যৌথ উদ্যোগে নির্মিত ছবি 'থিংকিং অফ হিম' ৷ বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে আগামী 8 মে ৷

Rabindra Nath Tagore Movie Screening
পরিচালক পাবলো সিজারের 'থিংকিং অফ হিম'

By

Published : May 4, 2023, 9:50 PM IST

Updated : May 4, 2023, 10:20 PM IST

কলকাতা, 4 মে: আসতে চলেছে 25 বৈশাখ ৷ কবিগুরুর 162তম জন্মবার্ষিকী ৷ এই দিনেই দিল্লির 'ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টার'-এ প্রদর্শিত হবে ইন্দো-আর্জেন্তিনার যৌথ প্রয়াসে নির্মিত ছবি 'থিংকিং অফ হিম'। বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে আগামী 8 মে অর্থাৎ রবীন্দ্র জয়ন্তীর একদিন আগেই ৷

আর্জেন্তাইন পরিচালক পাবলো সিজার ৷ 2017 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও ভিক্টোরিয়া ওকাম্পোর সাক্ষাৎ নিয়ে একটি ছবি তৈরি করেন ৷ ভারতীয় চলচ্চিত্র নির্মাতা সুরজ কুমার প্রযোজিত এই ছবিটি, কবিগুরুর আর্জেন্টিনা সফরের পরে আর্জেন্তাইন লেখক ভিক্টোরিয়া ওকাম্পোর সঙ্গে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছিল, সেই সময়ধারা ও ঘটনাকেই ক্যামেরাবন্দি করেছেন পরিচালক পাবলো ৷ মূল চরিত্রে অভিনয় করেছেন, ভিক্টর বন্দ্যোপাধ্যায় ও আর্জেন্তাইন অভিনেত্রী এলিওনোরা ওয়েক্সলার ৷

পরিচালক পাবলো সিজারের 'থিংকিং অফ হিম'

ইন্দো-আর্জেন্তিনার যৌথ প্রয়াসে নির্মিত দ্বিতীয় ছবি 'থিংকিং অফ হিম'-এর স্ক্রিনিং অনুষ্ঠিত হবে দিল্লিতে ৷ চলচ্চিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুর এবং আর্জেন্তাইন লেখক ভিক্টোরিয়া ওকাম্পোর মধ্যে সম্পর্কের একটি সুন্দর অন্বেষণ, যা সাহিত্যের প্রতি তাঁদের পারস্পরিক ভালোবাসা এবং দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিভাজন দূর করে একটি সেতু নির্মাণ করেছে ৷ ছবিটি এই সম্পর্কের সারমর্মকে সুন্দরভাবে তুলে ধরেছে এবং বিংশ শতকের অন্যতম সেরা সাহিত্যিক রবি ঠাকুরের ব্যক্তিত্ব, তাঁর জীবনের একটা অধ্যায় ও কাজকে ফুটিয়ে তোলা হয়েছে এই ছবির মাধ্যমে ৷

আরও পড়ুন: সন্দীপের ফেলুদা এবার বলিউডে, মুক্তি পেল ইন্দ্রনীলের আজম-এর ট্রেলার

জানা গিয়েছে, অতীতের পাতা থেকে রবি ঠাকুরের এই সময়কালকে তুলে ধরার ভাবনা এসেছিল 2008 সালে ৷ আর্জন্তিনার ভারতীয় দূত রেঙ্গারাজ বিশ্বনাথন, পরিচালক পাবলোকে এই বিষয় নিয়ে একটি ছবি তৈরি করতে বলেন ৷ এই ধরনের সত্যি ঘটনাকে বাস্তবের পর্দায় তুলে ধরতে আগ্রহও প্রকাশ করেন পরিচালকও ৷ এরপর থেকেই রবি ঠাকুরকে জানতে নানা বই, কবিতা, উপন্যাস পড়তে শুরু করেন পরিচালক পাবলো সিজার ৷ বাদ দেননি সুফি কবিতাও ৷

পরিচালক পাবলো সিজারের 'থিংকিং অফ হিম'

এক সাক্ষাৎকারে পরিচালক বলেছিলেন, ছবির বিষয়বস্তু ঠিক হওয়ার পরে জেরোনিমো টুবেস, আর্জেন্তিনার চিত্রনাট্যকারের সঙ্গে তিনি দেখা করেন ৷ 2009 সালে ভারতেও আসেন জেরোনিমো ৷ প্রায় চার বছর সময় লাগে এই ছবির বিষয়বস্তু নিয়ে রিসার্চ করতে ৷ শান্তিনিকেতন, বোলপুর ঘুরে বেড়িয়েছেন ৷ ওকাম্পো ও রবি ঠাকুরের মধ্যে যে আত্মিক সম্পর্ক তৈরি হয়েছিল, সেই সম্পর্কে আরও বেশি করে পড়াশোনা চলতে থাকে ৷ তালিকায় থাকে লেখক ভিক্টোরিয়া ওকাম্পোর বই-ও ৷ তারপরেই তৈরি হয়েছে এই ছবি ৷

পরিচালক পাবলো সিজারের 'থিংকিং অফ হিম'

প্রসঙ্গত, সহ-প্রযোজনা হিসাবে আর্জেন্তিনা ও ভারতের মধ্যে এটি ছিল দ্বিতীয় ছবি ৷ জানা গিয়েছে, দিল্লিতে 'থিংকিং অফ হিম' স্ক্রিনিং-এর পরে, প্রখ্যাত চলচ্চিত্র সমালোচক সুরজ কুমার ও মুর্তজা আলি খানের সাক্ষাৎকার হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ এমনকী কবিগুরুর ক্রমবর্ধমান প্রাসঙ্গিকতা নিয়ে আগামী দিনে চলচ্চিত্র নির্মাণের বিষয়েও কথা এগোতে পারে ৷ 'থিংকিং অফ হিম'-এর স্ক্রিনিং-এর সময় দেওয়া হয়েছে সন্ধে সাড়ে 6 টা নাগাদ।

Last Updated : May 4, 2023, 10:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details