হায়দরাবাদ, 16 মার্চ: 9 মার্চ থেকে মুম্বইতে শুরু হয়েছিল ল্যাকমে ফ্যাশন উইক (Lakme Fashion Week) ৷ লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ার নক্ষত্ররা ধরা দিয়েছিলেন এই ফ্যাশন শো'য়ে ৷ গ্ল্যামার ওয়ার্ল্ডের এই ফ্যাশন শো'য়ে নজর থাকে সকলের ৷ সেই শো'য়ে অনান্যদের মতোই স্পটলাইট কেড়ে নেন অভিনেত্রী তামন্না ভাটিয়া (Tamannaah Bhatia in Lakme Fashion Week) ৷
মোহময়ী তামান্নাকে দেখে বরাবরই সোশাল মাধ্যমে অনুরাগীরা জানতে চান, তাঁর সৌন্দর্যের আসল রহস্য কী? (Beauty secrets of Tamannaah) দুধের মতো গায়ের রঙ, ঝরনার মতো সিল্কি চুল কী করে মেইনটেন করেন অভিনেত্রী ? সেই প্রশ্নের উত্তর দিয়েছেন স্বয়ং অভিনেত্রী ৷ ল্যাকমে ফ্যাশন উইকের মঞ্চে টোনড বডি আর সিল্কি চুল আর গ্রিন বডিকন ড্রেসে তাক লাগানোর পর সাংবাদিকদের মুখোমুখি হন অভিনেত্রী তামান্না ৷ সেখানেই তিনি বলেন, তার রূপটানের পিছনে আসল রহস্য প্রাকৃতিক নানা উপাদন ৷
কী সেই উপাদান? অভিনেত্রী নিজের সিল্কি চুল সম্পর্কে জানিয়েছেন, চুল তাঁর ভীষণ পছন্দের ৷ আর তা সুন্দর রাখতে ব্যবহার করেন নারকেল তেল ও পেঁয়াজের রস ৷ সপ্তাহে একদিন সেই তেলের ম্যাসাজ মাস্ট ৷ যে শ্যাম্পু ব্যবহার করেন সেটাও তৈরি শিখাকাই, পেঁপে এবং আমলা দিয়ে ৷ এই রুটিন মেনেই তামান্না নিজের চুলকে রাখেন ঘন, শাইন এবং সিল্কি ৷