হায়দরাবাদ, 30 সেপ্টেম্বর: সেপ্টেম্বরের শেষে বক্স অফিসে ফের একবার শুরু হয়েছে বিগ ব্য়াটেল ৷ কঙ্গনা রানওয়াতের 'চন্দ্রমুখী 2' ছবির সঙ্গে সম্মুখ সমরে নেমেছে বিবেক অগ্নিহোত্রীর 'দ্য ভ্যাকসিন ওয়ার' এবং মৃগদীপ লাম্বার নতুন ছবি 'ফুকরে 3' ৷ প্রথম দিনে লড়াইয়ে পিছিয়ে পড়েছে বিবেকের এই নতুন ছবি ৷ এখন স্যাকনিল্ক বলছে তৃতীয় দিনেও যথেষ্ট পিছিয়ে থাকবে এই ছবির আয় ৷ অন্য়দিকে কঙ্গনার 'চন্দ্রমুখী 2' আর পুলকিত সম্রাট, পঙ্কজ ত্রিপাঠির 'ফুকরে 3'-এর মধ্যে লড়াইটা বেশ টানটান হতে চলেছে শনিবারও ৷
শনিবার স্যাকনিল্ক যে রিপোর্ট দিয়েছে তাতে বিবেক অগ্নিহোত্রীর 'দ্য ভ্যাকসিন ওয়ার' শনিবার আয় করতে পারে 1.05 কোটি টাকা ৷ যদিও পুরো হিসাবটাই তৈরি হয়েছে প্রাথমিক অনুমানের ভিত্তিতে ৷ তবে এই রিপোর্ট ঠিক হলে ছবিটির মোট আয় দাঁড়াবে 2.76 কোটি টাকা ৷ অন্যদিকে পি বসুর পরিচালনায় বৃহস্পতিবার মুক্তি পেয়েছে 'চন্দ্রমুখী 2' ছবিটি ৷ প্রথম দিন থেকেই কঙ্গনার অন্য ছবিগুলির তুলনায় ভালো আয় করছে এই ছবি ৷ বক্স অফিসে তৃতীয় দিনেও 6.6 কোটি টাকা আয় করতে চলেছে এই ছবি ৷ এমনটাই বলছে স্যাকনিল্ক ৷ যার জেরে ছবির মোট আয় দাঁড়িয়েছে 19.83 কোটি টাকা ৷