কলকাতা, 21 জুলাই:অভিনেতা রাজদীপ সরকারের বিষয় ভাবনাতেই পরিচালক অরিন্দম ভট্টাচার্য বানিয়েছিলেন 'শিবপুর'। অরিন্দমকে ছবির কাহিনি লেখায় সাহায্যও করেছেন রাজদীপ । ছবিতে উঠে এসেছিল 1989 থেকে 2000 সাল, শিবপুরের বুকে ঘটে চলা নানান ঘটনা । আর এবার আসছে এই ছবির প্রিক্যুয়েল।
চলতি বছরের জুন মাসেই মুক্তি পেয়েছে অরিন্দম ভট্টাচার্য পরিচালিত বাংলা ছবি 'শিবপুর' । ছবির মুক্তির এক মাস যেতে না-যেতেই পরিচালক জানালেন যে তিনি নিয়ে আসতে চলেছেন এই ছবির প্রিক্যুয়েল । অর্থাৎ ‘শিবপুর’ ছবির গল্প যেখান থেকে শুরু হয়েছিল তার অতীতকেই বড় পর্দায় নিয়ে আসতে চাইছেন তিনি । প্রসঙ্গত উল্লেখ্য, 'শিবপুর' গল্পের দ্বিতীয় অংশ নিয়ে প্রথম ছবিটি তৈরি হয়। এবার বাকি অংশটা দর্শকদের সামনে আসবে বলে জানিয়েছেন পরিচালক ।
স্বভাবতই আসন্ন এই ছবির বিষয়ভাবনাও রাজদীপ সরকারেরই। তিনি ইটিভি ভারতকে বলেন, "আমি অরিন্দমদার কাছে 1975-2000 সাল পর্যন্ত সময়ের নানান ঘটনার খসড়া সাজিয়ে ওয়েব সিরিজ করার আর্জি জানাই । 'শিবপুর' অবশেষ বড়পর্দায় এল আমারই বিষয় ভাবনায়। এখানে 19890 থেকে 2000 সালের নানান ঘটনা দেখানো হয়েছে । মানে লেখার শেষ ভাগটা । আর প্রিক্যুয়েলে দেখানো হবে 1975 থেকে 1989 সাল। উঠে আসবে নকশাল আন্দোলনের নানান চিত্র। প্রিক্যুয়েল আরও ভয়ংকর, প্রতি মুহূর্তে শিউরে উঠবে দর্শক । গলা কেটে ফুটবল খেলার মতো নৃশংস ও সত্য ঘটনা আরও থাকবে আসন্ন ছবিতে। ছবিটাতে মিথ্যের কোনও জায়গা নেই । সবটাই বাস্তবকেন্দ্রিক । বিদ্যাসাগর সেতুর কাজ, বালি-সিমেন্টের সিন্ডিকেট সবই উঠে আসবে এই ছবিতে ।"
আরও পড়ুন:রাস্তায় নগ্ন 'মণিপুরের মা' প্রতিবাদে সরব প্রিয়াঙ্কা আলিয়ারাও
খরাজ, রজতাভ এবং মমতা ছাড়াও এবার থাকছে আরও একটি নতুন চমক ৷ তিনি শুভাশিস মুখোপাধ্যায় । পরমব্রত চট্টোপাধ্যায়কে এবার দেখা গিয়েছিল এক পুলিশ অফিসারের চরিত্রে ৷ তাঁর অভিনয় বেশ নজর কেড়েছিল সকলের ৷ কার্যত তাঁর জবানিতেই উঠে আসে গল্পটি ৷ নতুন ছবির শুটিং কবে শুরু হবে, তা অবশ্য় এখনও জানা যায়নি ৷