মুম্বই, 5 জুন: মুক্তি পেল 'দ্য নাইট ম্যানেজার পার্ট 2' সিরিজের ট্রেলার ৷ কয়েক মাস আগেই রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিল এই রোমাঞ্চকর সিরিজের প্রথম অধ্যায় ৷ ভক্তরা দিন গুনছিলেন এই গল্পের পরবর্তী অধ্যায়ের জন্য় ৷ এবার অপেক্ষার অবসান হতে চলেছে ৷ সোমবার সিরিজের যে ট্রেলার রিলিজ করেছেন নির্মাতারা তা দেখেই মনে হচ্ছে 'হাইলি সাসপিসিয়াস' হতে চলেছে এই নতুন অধ্যায় ৷
কারণ এবার শত্রুর ঘরে ঢুকে তার সঙ্গে কোলাকুলি করতে দেখা যাবে শানকে ৷ গল্পের যে ঝলক ট্রেলারে সামনে এসেছে তাতে দেখা যায় প্রাক্তন ইন্টিলিজেন্স অফিসার শান সেনগুপ্ত এবার নিজের পরিচয় দিয়েছে একজন নাইট ম্যানেজার হিসাবে ৷ তাকে বিশ্বাস করে নিজের দলের একজন সদস্য হিসাবে মেনে নিয়েছে শেলি ৷ অনিল কাপুর অর্থাৎ শেলি শুরুতে শানকে বিশ্বাস করছিল ঠিকই তবে পরে যখন তাদের সমস্ত পরিকল্পনা একের পর এক ফাঁস হতে শুরু করে তার সন্দেহ গিয়ে পড়ে শানের ওপর ৷ কী হবে আগামীতে জানতে হলে দেখতে হবে 'দ্য নাইট ম্যানেজার পার্ট 2' ৷