চেন্নাই, 3 মে:আসন্ন ফিল্ম 'দ্য কেরালা স্টোরি'কে ঘিরে বিতর্কের মধ্যেই এই ছবি নিয়ে সতর্কবার্তা জারি করল তামিলনাড়ুর গোয়েন্দা বিভাগ ৷ এই ছবিটি মুক্তির ফলে রাজ্যে বিক্ষোভ এবং আইনশৃঙ্খলার সমস্যা হতে পারে বলে সতর্ক করা হয়েছে । 'দ্য কেরালা স্টোরি' 5 মে মালয়ালম, তামিল, তেলুগু এবং হিন্দি ভাষায় দেশব্যাপী মুক্তি পেতে চলেছে ।
ইনটেলিজেন্স ব্যুরো তামিলনাড়ু পুলিশকে সতর্ক করেছে যে, ছবিটি তামিলনাড়ুতে মুক্তি পেলে বিক্ষোভের বেশ কিছু ঘটনা ঘটতে পারে । যে প্রেক্ষাগৃহগুলিতে ছবিটি মুক্তি পাচ্ছে তার আশপাশে নিরাপত্তা বাড়ানো হবে, নাকি দক্ষিণী রাজ্যে এই ছবির মুক্তি বন্ধ করা হবে, সেই ভাবনাচিন্তা শুরু করেছে নিরাপত্তা সংস্থাগুলি ৷
সুদীপ্ত সেন পরিচালিত এবং আদা শর্মা, সিদ্ধি ইতনানি এবং অন্যান্যদের অভিনীত 'দ্য কেরালা স্টোরি'-এর ট্রেলার 26 এপ্রিল মুক্তি পায় এবং তখনই এই ছবি বিতর্কের সৃষ্টি করে । এই ছবির ট্রেলারে দাবি করা হয় যে, কেরল রাজ্যের 32,000 নারী আইএসআইএস-এ যোগদান করেছে ৷ তা দেখার পরই এই ছবিটির বিরুদ্ধে সরব হন অনেকে ৷ বিতর্কের মুখে পড়ে দ্য কেরালা স্টোরি ।
সিপিএম-এর নেতৃত্বে এলডিএফ এবং বিরোধী ইউডিএফ ছবিটির স্ক্রিনিং নিষিদ্ধ করার দাবি তুলেছেন ৷ রাজ্যের 32,000 মেয়ে ইসলামিক স্টেটের সদস্য হয়েছেন এটা প্রমাণ করতে পারলে 1 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করেছে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ, মুসলিম যুব লিগ ।
এই নিয়ে বিতর্ক বেড়ে চলায় ছবির নির্মাতারা মঙ্গলবার ট্রেলারের বিবরণ পরিবর্তন করেছেন ৷ আগে যেটা ছিল, 'কেরলের 32000 মহিলার হৃদয়বিদারক এবং বিধ্বংসী গল্প !' এটি পরিবর্তন করে করা হয়েছে, 'কেরলের বিভিন্ন অংশের তিনজন তরুণীর সত্য গল্পের সংকলন... হাজার হাজার নিরীহ নারীকে পরিকল্পিতভাবে ধর্মান্তরিত করা হয়েছে, মৌলবাদী করা হয়েছে এবং তাঁদের জীবন ধ্বংস করা হয়েছে...৷'
কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এই ছবির তীব্র প্রতিবাদ জানিয়ে বলেছেন, এই ছবির ট্রেলারটি কেরল রাজ্যে বিচ্ছিন্নতাবাদকে উস্কে দেওয়ার জন্য তৈরি করা হয়েছে ৷ কেরল একটি ধর্মনিরপেক্ষ রাজ্য এবং 'দ্য কেরালা স্টোরি' এমন একটি চলচ্চিত্র যা সংঘ পরিবারের নীতিকে প্রচার করার জন্য তৈরি করা হয়েছে । ইতিমধ্যে কেরলের প্রেক্ষাগৃহের মালিকরা বলেছেন যে, প্রেক্ষাগৃহে ছবিটি নিষিদ্ধ করার কোনও মানে নেই কারণ এটি যেভাবেই হোক ঘোষিত তারিখে ওটিটি-তে মুক্তি পাবে ।
আরও পড়ুন:কেরলে দেশের প্রথম ওয়াটার মেট্রোর ফ্ল্যাগ অফ করলেন মোদি