হায়দরাবাদ, 15 মে: আপাতত তাঁর শেষ ছবি 'দ্য কেরালা স্টোরি'র জন্য বিপুল প্রশংসা কুড়োচ্ছেন অভিনেত্রী আদাহ শর্মা ৷ কেউ কেউ তাঁর সমালোচনায় মুখর হয়েছেন ঠিকই তবে অনেকেই আবার তাঁর প্রশংসায় পঞ্চমুখ ৷ তবে এরই মধ্যে সামনে এল একটি দুঃসংবাদ ৷ খবর অনুযায়ী রবিবার একটি পথ দুর্ঘটনার সম্মুখীন হন আদাহ ৷ খবর মেলে পরিচালক সুদীপ্ত সেনও নাকি আহত হয়েছেন এই ঘটনায় ৷
বিভিন্ন সংবাদ মাধ্য়মের রিপোর্টে দাবি করা হয়, 'দ্য় কেরালা স্টোরি' টিম তেলেঙ্গনার করিমনগরে হিন্দু একতা যাত্রায় যোগ দিতে যাচ্ছিল ৷ যাওয়ার পথে দুর্ঘটনার সম্মুখীন হন তাঁরা ৷ স্বাভাবিকভাবেই অনুষ্ঠানটি বাতিল করে দেওয়া হয় ৷ এরই মাঝে অবশ্য় সকলকে আদাহ তাঁর স্বাস্থ্য় সংক্রান্ত খবর দিয়েছেন ৷
তাঁর জন্য় দুশ্চিন্তায় ছিলেন অনেক অনুরাগীরাই ৷ এদিন তাঁদের ধন্য়বাদ দিয়ে আদা লেখেন, "বন্ধুরা আমি ভালো আছি ৷ দুর্ঘটনার খবরটা ছড়িয়ে পড়ার পর থেকেই প্রচুর মেসেজ পাচ্ছি ৷ আমাদের গোটা দল, আমরা সকলেই ভালো আছি ৷ তেমন গুরুতর কিছু ঘটেনি ৷ আপনারা যেভাবে আমাদের খেয়াল রাখছেন তার জন্য অনেক ধন্য়বাদ ৷"