পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Director of The Kerala Story: অসুস্থ সুদীপ্ত সেন, ধুম জ্বর নিয়ে বেসরকারি হাসপাতালে ভরতি - সুদীপ্ত সেন

কয়েকদিন আগে দুর্ঘটনার শিকার হয়েছিলেন 'দ্য কেরালা স্টোরি'র পরিচালক সুদীপ্ত সেন ৷ এবার ধুম জ্বর নিয়ে হাসপাতালে ভরতি করা হল তাঁকে ৷ তিন চারদিন ধরে জ্বর কিছুতেই কমছে না ৷

Director of The Kerala Story
দ্য কেরালা স্টোরির পরিচালক সুদীপ্ত সেন

By

Published : May 24, 2023, 10:14 PM IST

কলকাতা, 24 মে: অসুস্থ হয়ে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে ভরতি 'দ্য কেরালা স্টোরি' ছবির পরিচালক সুদীপ্ত সেন। তিন-চার দিন যাবৎ জ্বর না-কমায় তাঁকে হাসপাতালে ভরতি করা হয়।

বুধবার ইটিভি ভারতকে 'দ্য কেরালা স্টোরি' ছবির সঙ্গীত পরিচালক বিশাখ জ্যোতি বলেন, "আজ তিন-চার দিন হল দাদার জ্বর কিছুতেই কমছে না। 104-105 ডিগ্রি পর্যন্ত উঠে গিয়েছে শরীরের তাপমাত্রা। আর সেই কারণেই দাদাকে ভরতি করা হয়েছে হাসপাতালে। তবে, ভয়ের কিছু নেই। আমি এখনই দাদার কাছে যাব। আশা করছি, দাদা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন।" অন্যদিকে সুপ্রিম কোর্টের অনুমতি সত্ত্বেও এখনও পর্যন্ত বাংলায় 'দ্য কেরালা স্টোরি' দেখাতে এগিয়ে আসেনি কোনও সিনেমা হল কিংবা মাল্টিপ্লেক্স।

তবে এরাজ্যে একমাত্র বনগাঁ স্টেশন রোডের শ্রীমা সিনেমা হলে সিঙ্গল স্ক্রিনে দেখানো হচ্ছে 'দ্য কেরালা স্টোরি'। উল্লেখ্য, বনগাঁ এই ছবির সঙ্গীত পরিচালক বিশাখ জ্যোতির হোমটাউন। সেখানেই বিশাখের জন্ম ও বেড়ে ওঠা। তিনিই জানান, যে তাঁর হোমটাউনে চলছে এই ছবি। আর তাতে তৃপ্ত তিনি। প্রসঙ্গত, দিনকয়েক আগে এক দুর্ঘটনার শিকার হন পরিচালক সুদীপ্ত সেন এবং অভিনেত্রী আদাহ শর্মা। মুম্বইয়ের একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন তাঁরা। দু'জনেই গুরুতর আহত হন। এরপর তাঁদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে বেশি কিছু না-হওয়ায় দ্রুত হাসপাতাল থেকে ছাড়া পান দ্য কেরালা স্টোরির পরিচালক ৷

আরও পড়ুন:'বাংলাতেই ছবি ব্যান, মুম্বইয়ে মান সম্মান গিয়েছে', বললেন 'দ্য কেরালা স্টোরি'র সঙ্গীত পরিচালক বিশাখ

দুর্ঘটনার কিছুক্ষণ পরেই পরিচালক টুইট করে লিখেছিলেন, "আমি ঠিক আছি। দুর্ঘটনার খবর পেয়ে অনেকেই আমাকে মেসেজ করছেন। তাঁদেরকে বলছি আমাদের পুরো টিমই সুস্থ রয়েছে। বড়সড় কোনও দুর্ঘটনা ঘটেনি আমাদের। গুরুতর কিছু হয়নি। আপনাদের উদ্বেগের জন্য ধন্যবাদ।" 'দ্য কেরালা স্টোরি' সংবাদ শিরোনামে উঠে আসবার আগে হাতেগোনা বেশকিছু ছবি ও তথ্যচিত্র পরিচালনা করেছিলেন তিনি। তবে সেইভাবে খ্য়াতি আসেনি। সুদীপ্ত সেনের আগে একমাত্র বাঙালি পরিচালক অনুরাগ বসুর 'বরফি' ছবিটি 100 কোটির বেশি টাকা কামাই করেছে বক্স অফিসে।

ABOUT THE AUTHOR

...view details