মুম্বই, 9 মে:বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের 'দ্য কেরালা স্টোরি' ছবি নিয়ে বিতর্ক অব্যহত ৷ ইতিমধ্য়েই এই ছবিকে বাংলায় ব্যান করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ৷ যা নিয়ে নানা মুনির নানা মত ৷ ছবির প্রযোজক বিপুল অমৃতলাল শাহ তো জানিয়েছেন তিনি এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন । আর এবার আরও একবার খবরের শিরোনামে এই ছবি ৷ এবার হুমকিবার্তা পেলেন 'দ্য কেরালা স্টোরি' ছবির এক ক্রু মেম্বার ৷ মুম্বই পুলিশের কাছে এমনই অভিযোগ করেছেন পরিচালক সুদীপ্ত সেন ৷ উড়ো ফোনের মাধ্য়মে 'দ্য কেরালা স্টোরি' ছবির ওই কর্মীকে হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ ৷ ইতিমধ্য়েই অবশ্য ওই সিনেমাকর্মীর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ৷
পরিচালক সুদীপ্ত সেন মুম্বই পুলিশের কাছে দায়ের করা অভিযোগে জানিয়েছেন, তাঁর ছবির সঙ্গে যুক্ত এক সিনেমাকর্মীকে হুমকি দেওয়া হয়েছে, তিনি যেন একা বাড়ি থেকে বের না হন ৷ কারণ এই গল্প দেখিয়ে তাঁরা নাকি ভালো কাজ করেননি ৷ এর আগে রাজস্থানের এক ব্যক্তি পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন তিনি সকলকে 'দ্য কেরালা স্টোরি' ছবিটি দেখার আহ্বান করায় এবং হোয়াটসঅ্যাপে এই ছবির গুণগান করায় কিছু ব্যক্তি তাঁর ওপর চড়াও হয় ৷ তাঁকে মারধর করা হয় এবং হুমকিও দেওয়া হয় ৷