হায়দরাবাদ, 17 মে:150 কোটির মাইলস্টোনে পৌঁছে গেল বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের বিতর্কিত ছবি 'দ্য কেরালা স্টোরি' ৷ 12 দিনের মাথাতেই বক্স অফিসে রেকর্ড গড়ল আদা শর্মা-সিদ্ধি ইদনানি অভিনীত ছবিটি ৷ রণবীর কাপুর-শ্রদ্ধা কাপুরের 'তু ঝুটি ম্যায় মক্কার' ছবির ম্যাজিকও কেরলের কাহিনির সামনে যেন ফিকে হতে শুরু করেছে ৷ বক্সঅফিসে আজও সমান গতিতে দৌড়োচ্ছে সুদীপ্তর অশ্বমেধের ঘোড়া ৷
5 মে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল আদা শর্মার 'দ্য কেরালা স্টোরি' ৷ কেরলের এক অজানা কাহিনিকে এই ছবিতে তুলে ধরার দাবি করেছিলেন নির্মাতারা ৷ তাঁদের দাবি কেরল হয়ে উঠেছে ধর্ম পরিবর্তনের মুুক্তাঞ্চল ৷ হিন্দু এবং অন্য ধর্মের নারীদের কার্যত মগজধোলাই করে ধর্ম পরিবর্তন করানো হচ্ছে এবং পরবর্তীতে তাঁদের বাধ্য করা হচ্ছে আইএসআইএসের মতো সংগঠনে যোগ দিতে ৷ নির্মাতারা প্রথমে দাবি করেন প্রায় 32 হাজার মহিলাকে এভাবে পরিকল্পনা করে ধর্মান্তরিত করা হয়েছে ৷ অনেকেই এই দাবির যথার্থতা নিয়ে প্রশ্ন তোলেন। শেষমেশ আইএসআইএসে কতজন এভাবে যোগ দিয়েছেন তা নিয়ে বিতর্ক এখনও চলছে।